ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে আদিবাসী সাঁওতাল পরিবারকে উচ্ছেদ

প্রকাশিত: ০১:০০, ২৬ অক্টোবর ২০১৭

মৌলভীবাজারে আদিবাসী সাঁওতাল পরিবারকে উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাধানগর এলাকার এক সাঁওতাল পরিবারকে তার বাপ-দাদার সম্পত্তি থেকে জোর পূর্বক উচ্ছেদ করেছে একটি ভুমি দখল চক্র। এ সময় দখলদারদের লাঠিসোঠার আঘাতে আহত হয়েছেন সাঁওতাল পরিবারের তিন মহিলা সদস্য। আহতরা হলেন নিয়তি সাঁওতাল (৪০), সুমি সাঁওতাল (১৬) ও বেলা সাঁওতাল (১৪)। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পাহাড়ী এলাকা রাধানগরের বাসিন্দা রতিশ সাঁওতাল। এ সময় আহতবস্থায় তার স্ত্রী নিয়তি সাঁওতাল, মেয়ে সুমি সাঁওতাল ও বেলা সাঁওতাল উপস্থিত থেকে তাদের উপর আক্রমনের বর্ণনা দেন। সাংবাদিক সম্মেলনে রতিশ সাঁওতাল বলেন, দাদার আমল থেকে বংশানুক্রমিক ভাবে তারা এই ভুমিতে বসবাস করে আসছেন। জমিটির মালিক মতিলাল গুলগুলিয়ার পূর্বপুরুষ তাদের এই জমিতে বসান। রাধানগর গ্রামের মতিন মিয়া, শুকুর মিয়া, শহীদ মিয়া গংরা তাদের ঘরে প্রবেশ করে তার স্ত্রী সন্তানের উপর আক্রমন করে। এ সময় জোর করে ঘর থেকে বের করে তারা ঘরের দখল নেয়। সাংবাদিক সম্মেলন থেকে তাদেরকে শ্রীমঙ্গল থানায় প্রেরণ করা হলে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম তাৎক্ষনিকভাবে এস আই রাব্বি, এস আই জাকারিয়া, এস আই মনিরসহ একদল পুলিশকে ঘটনাস্থলে প্রেরণ করেন এবং দখলদাদের সেখান থেকে সরিয়ে আনেন। বর্তমানে ঘরটি খালি রয়েছে। আর বিতাড়িত সাঁওতাল পরিবারটি ওই এলাকায় তার প্রতিবেশির বাড়িতে রয়েছেন।
×