ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সাত ডিবি সদস্যকে কারাগারে প্রেরণ

প্রকাশিত: ২৩:৫৭, ২৬ অক্টোবর ২০১৭

কক্সবাজারে সাত ডিবি সদস্যকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণের ১৭ লাখ টাকা নিয়ে ফেরার পথে সেনাবাহিনীর হাতে আটক জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাত সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার কোর্ট পুলিশের ওসি দিলদার হোসেন জানান, আটক সাত ডিবি সদস্য এসআই মনিরুজ্জামান, এসআই আবুল কালাম আজাদ, এএসআই যথাক্রমে মোস্তাফা, ফিরোজ, আলা উদ্দিন কনেস্টেবল মোস্তফা আজম ও মো: আল আমিনকে আদালতে হাজির দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, গুটি কয়েক পুলিশ সদস্যের অপকমেঅর জন্য পুরো বাহিনীর নাম খারাপ হচ্ছে। বুধবার রাতে অভিযুক্ত সাত ডিবি সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় (মামলা নং-৩৮/১৭) অপহরণ মামলা দায়ের করে অপহৃত ব্যবসায়ী আব্দুল গফুর। মামলার বাদী আব্দুল গফুরের ভাই কাউন্সিলর মো: মনিরুজ্জামান জানান, ন্যায় বিচার পেতে আমরা টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছি।
×