ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারীর ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা

প্রকাশিত: ২১:২৭, ২৬ অক্টোবর ২০১৭

নারীর ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ জীবিকা উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে স্টেক হোল্ডারদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভির রহমান এ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। পার্টনারশীপ ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আয়োজনে অষ্ট্রেলিয়ান হাই কমিশনের সহায়তায় এ সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ) সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু প্রমুখ। বিষয়ভিত্তিক উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক শাখাওয়াত হোসেন। অদক্ষ নারীর দক্ষতার উন্নয়ন করে দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সহায়তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
×