ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিজে সমতায় ভারত

প্রকাশিত: ১৮:৩৩, ২৬ অক্টোবর ২০১৭

সিরিজে সমতায় ভারত

অনলাইন ডেস্ক ॥ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই নিজেদের ফিরে পেয়েছে স্বাগতিক দল। ২৪ বল হাতে রেখে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছেন বিরাট কোহলিরা। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এই ম্যাচে একেবারেই সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ৫০ ওভারের পুরোটা ব্যাটিং করলেও তাদের কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরিও করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন হেনরি নিকোলস। দ্বিতীয় সর্বোচ্চ কলিন ডি গ্র্যান্ডহোমের ৪১ রান। ফলে পুরো ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ২৩০ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। রানটা অবশ্য আরও কম হতে পারতো। ২৭ রানে ৩ উইকেট খুয়ানোর পর একটা সময় ১১৮ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল কেন উইলিয়ামসনের দল। ভারতের পক্ষে ৩টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ২টি করে উইকেট যুজবেন্দ্র চাহাল আর জাসপ্রিত বুমরাহর। তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। কিন্তু কোহলি ও শিখর ধাওয়ান ধাক্কা সামলে নেন ৫৭ রানের জুটিতে। কোহলি ফিরে গেলেও দীনেশ কার্তিককে নিয়ে ধাওয়ান ম্যাচ বের করে নিয়েছেন ধীরে ধীরে। ১৪৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ধাওয়ান (৬৮) মাঠ ছাড়লেও ম্যাচে ফিরতে পারেনি নিউজিল্যান্ড। প্রথমে পান্ডিয়া ও পরে ধোনিকে নিয়ে ঠান্ডা মাথায় কাজ সেরে নিয়েছেন কার্তিক (৬৪*)।
×