ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ৭৫

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ অক্টোবর ২০১৭

হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ৭৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ নিম্ন বর্ণের এক মেয়েকে বিয়ে করায় তাচ্ছিলতা এবং সমাধানের শালিস বৈঠকে বাকবিতন্ডার জের ধরে বুধবার দুপুরে হবিগঞ্জের উপজেলা বানিয়াচঙ্গের নির্ভৃত পল্লী দক্ষিণ সাঙ্গরে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষে টেটাবিদ্ধ সহ অন্তত ৭৫জন আহত হয়েছে। তন্মধ্যে মুমুর্ষ অবস্থায় টেটাবিদ্ধ আব্দুল আজিজ (৪১) কে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এছাড়া গুরুতর আহত সোবহান, মনির, মনু, আলী, কানু, কালু, হেকিম ও খায়েরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা সামছু মিয়া পুত্র আব্দুর রহমান ১৫দিন আগে জেলার সদর উপজেলাধীন হুরগাঁও গ্রামে বিয়ে করে। আর এই বিয়ের পর থেকেই রহমানকে তার পরিবারের সদস্যরা অহরহ চাপ দিয়ে বলে সে কেন নিম্ন বর্ণের মেয়েকে সকলের অমতে বিয়ে করলো। এজন্য নাকি এই পরিবারের মানসম্মান ক্ষুণ হয়েছে। এমতাবস্থায় বিষয়টি মিমাংসা করতে গেলে সোমবার সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা এক বৈঠকে বসে। তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ফলে আবারও বিষয়টি সমাধানের লক্ষ্যে আজ বুধবার পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত গৃহিত হয়। এদিকে এই বৈঠক চলাকালে একদিকে অবস্থান নেয়া জনৈক আব্দুল গণি ও বজলুর রহমানের সাথে একই গ্রামের আপিল উদ্দিনের মাঝে বাকবিন্ডার ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে প্রায় দেড় ঘন্টা ব্যাপী ওই ভয়াবহ রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনার সৃষ্টি হলে উল্লেখিত সংখ্যক লোকজন আহত হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
×