ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটেনে অর্ধেক নারীই কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার

প্রকাশিত: ১৮:২৪, ২৫ অক্টোবর ২০১৭

ব্রিটেনে অর্ধেক নারীই কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার

অনলাইন ডেস্ক ॥ ব্রিটেনে নিজ নিজ কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক নারী ও পুরুষদের পাঁচভাগের একভাগ যৌন হয়রানির শিকার হন। হয়রানির শিকার হলেও তা অন্য কাউকে জানান না ভুক্তভোগী নারীদের ৬৩ শতাংশ। এছাড়া পুরুষদেরও ৭৯ শতাংশ এসব ঘটনা নিজের মধ্যেই গোপন রাখেন। সম্প্রতি বিবিসি রেডিও ৫ লাইভ’র পক্ষে কমপেস পোলের এক সরাসরি জরিপে এ তথ্য উঠে এসেছে। ২ হাজারেরও বেশি নাগরিকের ওপর পরিচালিত ওই জরিপের তথ্য বুধবার বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র প্রযোজক হার্ভি উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এ ঘটনার পরপরই এ জরিপ চাপায় বিবিসি। হার্ভির ওই ঘটনা জানাজানির পর থেকে ‘মি টু’হ্যাশট্যাগ ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী-পুরুষরা তাদের যৌন হেনস্তার ও অভিযোগের গল্প তুলে ধরতে শুরু করেন। হার্ভির বিরুদ্ধে যারা যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, গোইনেথ পালট্রো ও রোজ ম্যাকগোয়ানের মতো হলিউড নায়িকারাও। তবে এই প্রযোজকের দাবি, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তিনি যৌন সম্পর্ক করেছেন। রেডিও বিবিসির ৫ লাইভের জরিপে মোট ২ হাজার ৩১ জন প্রাপ্তবয়স্ক ব্রিটিশদের ৩৭ শতাংশ কর্মস্থল বা শিক্ষাঙ্গনে সরাসরি যৌন হেনস্তা কিংবা হেনস্তামূলক মন্তব্যের শিকার হওয়ার কথা জানিয়েছেন। এদের মধ্যে ৫৩ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ রয়েছেন। জরিপে অংশ নেওয়া ২৫ শতাংশ মানুষ বলেছেন, তারা কৌশলে বা ঠাট্টাচ্ছলে যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে ৭ শতাংশ মানুষের স্বীকারোক্তি, তারা উদ্দেশ্যমূলক স্পর্শের মাধ্যমে হেনস্তা সহ্য করেছেন। কর্মক্ষেত্রে নারীদের ৩০ ভাগই তাদের বস বা সিনিয়র ম্যানেজারের হাতে হয়রানির শিকার হয়েছেন। এ হার পুরুষ কর্মীদের ক্ষেত্রে ১২ শতাংশ। জরিপে বলা হয়েছে, হয়রানির শিকার হয়ে শেষ পর্যন্ত প্রতি ১০ জনের একজন নারী কর্মক্ষেত্র বা চাকরি বদল করতে বাধ্য হয়েছেন।
×