ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তার অগ্রভাগে যুক্তরাজ্য

প্রকাশিত: ০২:৫৪, ২৪ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তার অগ্রভাগে যুক্তরাজ্য

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার পথ প্রদর্শক হিসাবে যুক্তরাজ্য পূর্বের ৩৫ মিলিয়ন পাউন্ড এর সাথে আরও ১২ মিলিয়ন পাউন্ড সহায়তার আশ্বাস দিয়েছে। এর ফলে এখন পর্যন্ত ইউকে সহায়তার পরিমান ৪৭ মিলিয়ন পাউন্ড। মঙ্গলবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, রোহিঙ্গা আন্তর্জাতিক সহায়তা বিষয়ক সম্মেলনের প্রাক্কালে যুক্তরাজ্য মোট সহায়তার এক তৃতীয়াংশের বেশী সাহায্য দিয়েছে। ইউকে আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল অন্য রাষ্ট্রদের যুক্তরাজ্যের সাহায্যের ধারা অনুসরণ করার জন্য আহবান করেন। আন্তর্জাতিক সহায়তা সম্মেলনে সুইডেন, অস্টেলিয়া, ডেনমার্ক এবং আরব আমিরাত ৩০০ মিলিয়ন ডলারের বেশী সহায়তার আশ্বাস দিয়েছে। এর ফলে জাতিসংঘের সহায়তা আপিলে উল্লেখিত মোট প্রয়োজনীয় অর্থের অর্ধেকের বেশী অর্জিত হবে। ইউকে আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বলেন, ইউকে এইড বাস্তুহারা মানুষদের সহায়তা করছে। অন্যান্য দেশসমূহ যুক্তরাজ্যের পথ অনুসরণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের পৃথিবীতে যৌন নির্যাতন, জাতিগত নিধন এবং খাদ্য সংকটের কোন জায়গা নেই। ফরেন এন্ড কমনওয়েলথ্ অফিস মন্ত্রী মার্ক ফিল্ড বলেন, জেনেভায় আমি যুক্তরাজ্যের অতিরিক্ত ১২ মিলিয়ন পাউন্ড সহায়তার কথা ঘোষনা দিতে পেরে আনন্দিত। আমি আশা করব, আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যান্য দেশ যুক্তরাজ্যের সাথে এক হয়ে এই মানবিক বিপর্যয় মোকাবেলায় এগিয়ে আসবে। ইউকে সহায়তায় পুষ্টিহীন শিশুরা এখন খাদ্য পাচ্ছে এবং যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে তারা আশ্রয় পেয়েছে। তারা আরও পাচ্ছে সুপেয় পানি এবং নির্ভরযোগ্য রোগ প্রতিরোধ ব্যবস্থা।
×