ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারাবন্দীদের সংশোধনে সরকার নানামুখী কাজ করছে ॥ আইজি প্রিজন

প্রকাশিত: ২৩:৫৪, ২৪ অক্টোবর ২০১৭

কারাবন্দীদের সংশোধনে সরকার নানামুখী কাজ করছে ॥ আইজি প্রিজন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, কারাবন্দীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সংশোধন করা হচ্ছে। এজন্য নানামুখী কাজ করা হচ্ছে। এজন্য তিনি কারা রক্ষীদের দায়িত্ব পালনে সততার সঙ্গে স্বচ্ছ ভূমিকা পালনের আহ্বান জানান। মঙ্গলবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ৫১তম কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, কারা প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার রাজশাহীতে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে। এজন্য বরাদ্দ দেয়া হয়েছে ৭৪ কোটি টাকা। কারারক্ষীদের দায়িত্ব পালনে অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখাতে হবে উল্লেখ করে তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ও অপরাধ দমনে কারাগার অন্যান্য সংস্থার ন্যায় ভূমিকা পালন করে চলেছে। এজন্য সরকার কারা ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে আরো ৯টি কারাগার নির্মাণ করছে। এর আগে তিনি অনুষ্ঠানে উপস্থিত কারা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। পরে তিনি কেক কাটেন। এসময় অন্যান্যদের মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স আলতাফ হোসেন, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন ও জেলার হাবিবুর রহমানসহ কারাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত ৩২০ জন কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।
×