ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে পানি ও স্যানিটেশন সরবরাহ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২২:৫৬, ২৪ অক্টোবর ২০১৭

বাঁশখালীতে পানি ও স্যানিটেশন সরবরাহ বিষয়ক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা কার্যালয়ের হল মিলনায়তনে পানি ও স্যানিটেশন সরবরাহ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১১ টায় অনুষ্ঠিত বাংলাদেশ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রজেক্টের আওতায় কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডেপুটি টিম লিডার পানি সরবরাহ বিভাগ প্রকৌশলী আবু বাশার। এতে উপস্থিত ছিলেন ট্রেনিং অফিসার জুুলফিকার আলী, সহকারী প্রকৌশলী মুমিনুল ইসলাম, বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস, অধ্যাপক আব্দুল মালেক নুরী, পৌর প্রকৌশলী লুৎফুর রহমান, পৌর সচিব নুরুল আবছার, পৌর হিসাব রক্ষক মোঃ ফারুক আহমেদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় বাঁশখালী পৌরসভার জন্য পানি ও স্যানিটেশন সরবরাহ প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকার হতে ১ শত কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তারা।
×