ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটির করল্যাছড়ি বাজারের ৬০ দোকান পুড়ে গেছে

প্রকাশিত: ২২:২২, ২৪ অক্টোবর ২০১৭

 রাঙ্গামাটির  করল্যাছড়ি বাজারের ৬০ দোকান পুড়ে গেছে

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার দূর্গম লংগদু উপজেলার করল্যাছড়ি বাজার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার সময় বৈদুতিক শটসার্কিট থেকে আগুন লেগে বাজারের ৬০টি দোকান পুড়ে গেছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছ্ েওই দিন গভীর রাতে যখন বাজারের সকল মানুষ ঘুমে ছিল ঠিক সেই সময়ে বাজারে আগুন লাগে । বাজারের কেউ বুঝে উঠার আগেই বাজারের ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের শিখা দেখে এলাকাবাসী এসে প্রায় ২ঘন্টা প্রাণ পণ প্রচেষ্ঠা চালিয়ে আগুন আয়ত্বে আনে। বাজারের একটি মোবাইলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই দোকানের ষ্টাবলাইজার থেকে আগুন লাগে বলে ব্যবসায়ীদের ধারণা । গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীদের সহায় সম্বল পুড়ে যায় বলে ব্যবসায়ীরা জানান। প্রথমিক ভাবে আগুনে ৪ কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়। গত বছর এই সময়ে পুরো বাজারটি পুড়ে গিয়েছিল । বারবার বাজারে আগুন লাগার কারণে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন বাজারের ক্ষয় ক্ষতি নিরুপনের জন্য সেখানে গেছেন। লংগদু উপজেলায় কোন ফায়ার স্টেশন না থাকায় বাজারের আগুন নেভানো সম্ভব হয়নি বলে এলাকাবাসী জানান।
×