ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীর সড়কগুলো যানবাহন চলাচলের অযোগ্য

প্রকাশিত: ২০:২৪, ২৪ অক্টোবর ২০১৭

 ফেনীর সড়কগুলো  যানবাহন চলাচলের অযোগ্য

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনী শহর সহ জেলার নাথে উপজেলা সদরের যোগাযোগের সড়ক গুলো ভেঙ্গেখাদা খন্দরে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গেছে। খাদা-খন্দরের এসড়কের উপর দিয়ে প্রতি মুহুর্তে চলছে ১২ থেকে ১৬ চাকার ভারী ট্রাক। ফলে দুঘটনা লেগে আছে প্রতিনিয়ত। ফেনী সোনাগাজী সড়কের যাত্রীদের ভোগান্তি এমন পর্যায়ে গেছে গত ক ”দিন আগে সিএনজি অটো টেম্পুতে এক প্রসুতি সন্তান জন্ম দিয়েছে। মহাসড়কের যানবাহন শহরের উপর দিয়ে যাওয়ার সময় দুপুর বেলা ট্রাংক রোডের মোড়ে একজন ও মুক্তবাজারের সামনে রাতে একজন ট্রাক চাপার মারা গেছে। গত আড়াই মাসে এ ২ মৃত্যুর ঘটনা ছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুঘটনা। শহরের ছোট যানবাহন সহ জনগনের নিত্য দিনের সঙ্গী হয়েছে যানজট। ফেনী সোনাগাজী সড়ক. ফেনী পরশুরাম সড়ক ফেনী ছাগলনাইয়া সড়ক সহ সড়ক ওজনপথ বিভাগের দায়িত্বে। ফেনী শহরের পাড়া মহল্লার রোডগুলোর দায়িত্ব ফেনী পৌরসভার। পৌরসভার রোডগুলো কদিন পর পর মেরামত করতে দেখা যায়। দায়সারা মেরামত ও নি¤œমানের কাজের কারনে দিন যেতে না যেতে রোডগুলেঅ আবার আগের অবস্থায় ফিরে যায়। ভোগান্তি বেড়ে যায় জনগনের।
×