ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বরেকর্ড করার জন্য ব্রিজ থেকে একসঙ্গে ঝাঁপ ২৪৫ জনের

প্রকাশিত: ২০:০৮, ২৪ অক্টোবর ২০১৭

বিশ্বরেকর্ড  করার জন্য ব্রিজ থেকে একসঙ্গে ঝাঁপ ২৪৫ জনের

অনলাইন ডেস্ক ॥ গায়ে বাধা আছে নাইলনের দড়ি। সার বেঁধে সবাই দাঁড়িয়ে ব্রিজের উপর। রুদ্ধশ্বাস উত্তেজনা! এক, দুই তিন… একসঙ্গে ঝাঁপ দিলেন ২৪৫ জন মহিলা ও পুরুষ। তার পর কী হল? না, টান টান উত্তেজনায় ভরা কোনও থ্রিলার ছবির স্টান্ট নয়। এই ঘটনা ঘটেছে বাস্তবেই। ব্রাজিলের হর্টোল্যান্ডিয়া ব্রিজে গত রবিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। ৩০ ফুট উঁচু ব্রিজের উপর জড়ো হয়েছিলেন ২৪৫ জন মহিলা ও পুরুষ। ২০ কিলোমিটার লম্বা নাইলনের দড়ি দিয়ে নিজেদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিলেন তাঁরা সবাই। তার পর? একসঙ্গে একটা লম্বা লাফ। তত ক্ষণে হইচই শুরু হয়ে গিয়েছে সমবেত দর্শকদের মধ্যে। উত্তেজনায় কেউ লাফাচ্ছেন, কেউ বা নিজের পরিচিত জনেদের দিকে ছুড়ে দিচ্ছেন ‘ফ্লাইং কিস।’ নাইলনের দড়ি সেই সময় একটা পাক দিয়ে ব্রিজের নীচে জলের উপর মালার মতো ঢেউ তুলেছে। আর তাতে বাঁধা মানুষজনও সেই তালে তালে দুলছেন। অদ্ভুত দৃশ্য। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেনই বা এমন করলেন দু’শতাধিক মানুষ? একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বিশ্বরেকর্ড করার জন্যই এমন স্টান্ট করেছেন তাঁরা। এই ধরনের স্টান্টকে বলা হয় ‘রোপ জাম্পিং।’ গত বছর এপ্রিল মাসে একই জায়গা থেকে এই রকম ‘রোপ জাম্পিং’ করেছিলেন ১৪৯ জন মানুষ। সেই ভিডিও গিনেস বুক কর্তৃপক্ষের নজর কেড়েছে কি না জানা যায়নি, তবে এই বারের ‘রোপ জাম্পিং’-এর রেকর্ড গত বারের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে বলেই জানিয়েছেন অংশগ্রহণকারীরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×