ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেতা হিসেবে মাওয়ের সমমর্যাদায় জিনপিং

প্রকাশিত: ১৮:২২, ২৪ অক্টোবর ২০১৭

নেতা হিসেবে মাওয়ের সমমর্যাদায় জিনপিং

অনলাইন ডেস্ক ॥ মাও সেতুংয়ের পর শি জিনপিংই চীনের সর্বোচ্চ ক্ষমতাধর নেতা হিসেবে অধিষ্ঠিত হলেন। মঙ্গলবার চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা জিনপিংয়ের ‘আদর্শ বা নীতিমালা’ দলীয় গঠনতন্ত্রে যুক্ত করার পক্ষে ভোট দিয়েছেন। এর মাধ্যমে নেতা হিসেবে মাও সেতুংয়ের সমমর্যাদায় আসীন হলেন তিনি। ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শাসন ক্ষমতায় আরো বেশি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন শি জিনপিং। আগামী পাঁচ বছরের জন্য তিনি আবার প্রেসিডেন্ট হচ্ছেন। একদলীয় শাসন ব্যবস্থার চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেস থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পাঁচ বছর সরকার কী কী করবে এবং নীতিগত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য রূপরেখা মতো মনোনিত নেতাদের হাতে ক্ষমতা দেওয়া হয়। ১৮ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু হয়। শেষ হচ্ছে আজ। দেশ পরিচালনায় আগামী পাঁচ বছরের ভিশন-মিশন চূড়ান্ত করা হচ্ছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন
×