ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চন্দ্রকলা পদক পাচ্ছেন গোলাম কুদ্দুছ

প্রকাশিত: ০৫:২৭, ২৪ অক্টোবর ২০১৭

চন্দ্রকলা পদক পাচ্ছেন গোলাম কুদ্দুছ

স্টাফ রিপোর্টার ॥ চন্দ্রকলা থিয়েটার একযুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে আগামী ২৮ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে চন্দ্রকলা থিয়েটার ‘চন্দ্রকলা’র একযুগ ও ‘তামাশা’ নাটকে ‘৫০তম মঞ্চায়ন উৎসব-২০১৭’ শীর্ষক এক আয়োজন করেছে। উৎসবে এবার ‘চন্দ্রকলা পদক’ দেয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছকে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আই টি আই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ম-লীর সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী ও বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চন্দ্রকলা থিয়েটারের সভাপতি মামুনুর রশীদ মামুন। পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানের পর মঞ্চায়ন হবে মৌলিক হাসির নাটক ‘তামাশা’। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন চন্দ্রকলা থিয়েটারের সাধারণ সম্পাদক এইচ আর অনিক। ওইদিন ‘তামাশা’ নাটকের ৫০তম মঞ্চায়ন হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এইচ আর অনিক, আব্দুল আহাদ,মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ ইব্রাহিম, লিপি রানী মিত্র, মার্জিয়া রহমান মলি, অবনী, মাহমুদুল হাসান, মোঃ ইব্রাহিম মোল্লা, আনিসুর রহমান, আপন, গোলাম সরোয়ার। নাটকে সঙ্গীত পরিচালনায় এস এম অঙ্গন, সঙ্গীত পরিচালনায় সহকারী সাদ্দাম। একযুগ পূর্তি উপলক্ষ প্রসঙ্গে চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এইচ আর অনিক বলেন, চন্দ্রকলার একযুগে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। এছাড়া আমার রচনা ও নির্দেশনায় ‘তামাশা’ নাটকের ৫০তম মঞ্চায়ন হতে যাচ্ছে এটা আমার জন্য বিশেষ পাওয়া। দলকে এই পর্যন্ত আনতে অনেক পরিশ্রম করেছি। পরিবারের চাইতে বেশি সময় দিয়েছি দলকে। আমার স্বপ্ন চন্দ্রকলাকে নিয়ে অনেক দূর যাবা। পাশাপাশি এবার ‘চন্দ্রকলা পদক’টি দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছকে দিতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। এর আগে ‘চন্দ্রকলা পদক’ পেয়েছেন নাট্যজন লিয়াকত আলী লাকী এবং নাট্যজন কেরামত মাওলা।
×