ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে শিক্ষকের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০১:৩০, ২৩ অক্টোবর ২০১৭

লৌহজংয়ে শিক্ষকের হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। সোমবার সকালে বিদ্যালয়ে সম্মুখের ঢাকা-মাওয়া মহাসড়কের উপর এ মানবন্ধন করা হয়। পরে তারা রাস্তায় বসে মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় পোনে এক ঘন্টা ধরে এ মহাসড়ক অবরোধ করে রাখায় দু’প্রান্তে শত শত গাড়ী আটকা পড়ে। দেখা দেয় বিশাল যানজট। এ সময় বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা হামলীকারীদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন স্লোগান দেয়। তার লাটিসোটা নিয়েও সজিবের প্রতি বিক্ষুব্ধাতা প্রকাশ করে। সকাল সোয়া ১০টার দিকে লৌহজং থানার ওসি অনিচুর রহমান ও পদ্মা সেতুর নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা এসে এ হামলার বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক হতে অবরোধ তুলে নেয়। এর আগে রবিবার রাতে উপজেলা মেদিনী মন্ডল ইউনিয়নের আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রবিউল ইসলাম রুবেলের ওপর হামলা করে তিনটি দাঁত ফেলে দেয় সজিব সিকদার তার তার সঙ্গীরা। সজিব ওই বিদ্যালয়ে সদ্য প্রাক্তন ছাত্র। সে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। শিক্ষকের প্রতি ক্ষুব্ধ থাকায় এ হামলা হয়েছে বলে জানা যায়। এ সময় এ হামলায় তার সাথে অংশ নেয় বিদ্যালয়টির আসন্ন এসএসসি পরীক্ষার্থী মো. জিদান ও স্থানীয় বখাটে মো. পারভেজ। বিদ্যালয়টির দাতা সদস্য মোশারফ হোসেন নসু জানান, বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রবিউল ইসলাম রুবেল রবিবার সন্ধ্যা রাতে প্রাইভেট পড়িয়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি মাওয়া বাজারের কাছে মসজিদের সন্নিকটে আসা মাত্রই গতবার এসএসসি পাশ করা প্রাক্তন ছাত্র সজিব সিকদার ও তার দলবল ওই শিক্ষকের উপর লাঠি দিয়ে হামলা চালায়। লাঠির আঘাতে শিক্ষক রুবেলের তিনটি দাঁত পড়ে যায়। এছাড়াও রক্তাক্ত হন তিনি। তাঁর একটি হাতও ভেঙে গেছে। তবে কি কারণে হামলা হয়েছে তা তিনি জানাতে পরেননি। তবে শ্রেনী কক্ষে পাঠদানে শিক্ষকের প্রতি ক্ষোভের কারণে সজিব এমনটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত শিক্ষক রুবেল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে অপর একটি সূত্র জানিয়েছে, সজিব বিদ্যালয়ের একটি মেয়েকে প্রেম নিবেদন করায় মেয়েটি শিক্ষক রুবেলের নিকট বিচার দেয়। শিক্ষক রুবেল সবিজকে এ ব্যাপারে শাসন করে। এ কারণে তার প্রতি ক্ষুব্ধতার কারণে এ হামলার ঘটনা ঘুটিয়েছে সজিব। শিক্ষক রুবেলের ভাই কামরুজ্জামান জানিয়েছে, আহত শিক্ষক এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। হামলায় তাঁর তিনটি দাঁত পড়ে গেছে। বাম হামের উপরে অংশ দু টুকরো হয়ে গছে। তিনি ঠিকমত কথা বলতে পাড়ছেন না। তবে কি কারণে তার প্রতি এ হামলা হয়েছে শিক্ষক তা নিজেও জানেন না বলে ভাইকে ইশারায় জানিয়েছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মন্ডল জানান, রুবেল হোসেন খুব ভাল ইংরেজী শিক্ষক। তবে তিনি পাঠ দানের ব্যাপারে শিক্ষার্থীদের প্রতি কঠোর বা শক্ত আচরণ করে থাকেন। এ কারণে হয়তো ওই ছাত্র তার ব্যবহারে ব্যাথিত হয়ে ক্ষুব্ধ থাকতে পারে। লৌহজং থানার ওসি আনিচুর রহমান জানান, ঘটনা জানতে পেরে সাথে সাথে ফোর্স পাঠিয়েছি। শিক্সার্থীরা গতকাল রাস্তা অবরোধ করেছিল। তাদেরকে সজিবকে গ্রেপ্তারের ব্যাপারে আশ্বস্ত করেছি। সজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে।
×