ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে যুবলীগ নেতার বাড়ী থেকে ৪ জুয়াড়ী আটক

প্রকাশিত: ০১:০৭, ২৩ অক্টোবর ২০১৭

শ্রীনগরে যুবলীগ নেতার বাড়ী থেকে ৪ জুয়াড়ী আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহিনুর আলম শাহিনের বাড়ি থেকে চার জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার হাঁসাড়া গ্রামের ওই যুবলীগ নেতার বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় স্থানীয় এক ইউপি মেম্বার সহ ৫/৬ জন পালিয়ে যায়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন রবিবার রাতে চার জনকে আটকের কথা স্বীকার করলেও সোমবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের মোবাইল কোর্টে তিনজনকে হাজির করে। এসময় তিন জনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো যুবলীগ নেতা শাহিনুর আলম শাহিনের বাড়িতে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের কয়েকজন এএসআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাসাড়া গ্রামের কুজরত আলী, রিপন মন্ডল, কালু মিয়া ও সিরাজদিখান উপজেলার চালতিপাড়া গ্রামের মহিউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় জুয়ার কোর্ট থেকে প্রায় সাড়ে ১৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। রাতেই একটি চক্র থানা থেকে কুজরত আলীকে ছাড়িয়ে নেয়। পরদিন দুপুরে মোবাইল কোর্টে তিন জনকে ১শ’ টাকা করে জরিমানা করা হয়। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিন জনকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও জাহিদুল ইসলামের মোবাইল কোন প্রত্যেককে ১ শ’ টাকা করে জরিমানা করা হয়। তাহলে অপর ব্যক্তি কুজরত আলী কোথায় গেলো- এমরকম প্রশ্নের জবাবে তিনি বলেন আমি একটু খোঁজ নিয়ে দেখছি ভাইয়া।
×