ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাচারকালে শিমুলিয়া ঘাটে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০০:২৮, ২৩ অক্টোবর ২০১৭

পাচারকালে শিমুলিয়া ঘাটে ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে পাচারের সময় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা এম ইদ্রিস আলী জানান, কোস্টগার্ডের মাওয়া অফিসের সদস্যরা সোমবার ভোর ৬টার দিকে শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি বাসের ছাদ হতে এই কারেন্ট জাল জব্দ করে। নতুন এ নিষিদ্ধ জালগুলো দক্ষিণবঙ্গে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কারেন্ট জালের মালিক পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো লৌহজং উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়ার নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।
×