ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশিত: ০০:০৬, ২৩ অক্টোবর ২০১৭

পদ্মায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা তুলে নেয়ার রাতেই পদ্মাতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। সোমবার ভোর থেকে সুজানগর উপজেলার সাতবাড়িয়া পদ্মাঘাট থেকে ট্রাক ট্রাক ইলিশ মহজনরা কিনে বগুড়া, যশোরসহ দেশের বিভিন্ন জেলাতে নিয়ে যাচ্ছে। এলাকাবাসি জানিয়েছে, রবিবার রাতে সুজানগর উপজেলার পাঁচ শতাধিক জেলেনৌকা পদ্মায় ইলিশ ধরতে নামে। জেলেরা নদীতে জাল ফেলার সাথে সাথেই ঝাঁকে ঝাঁকে ইলিশ তুলতে থাকে। পদ্মা নদীতে রাতব্যাপি জেলেরা মাছ ধরে নৌকাবোঝাই করে ভোরে সাতবাড়িয়া ঘাটে আসে। এরপর মহজনদের কাছে ছোট ইলিশ ২’শ টাকা ও ৬’শ ৭’শ গ্রামের ইলিশ সাড়ে ৩’শ থেকে ৪’শ টাকা দরে পাইকারি বিক্রি করে। পাইকাররা ৪টি ট্রাকবোঝাই করে এসব ইলিশ নিয়ে যায়। সাতবাড়িয়া ঘাটের কাছের বাসিন্দা কলেজ শিক্ষক কার্ত্তিক কুমার মালাকার জানিয়েছেন, মা ইলিশ ধরা বন্ধ করায় এবার নদীতে প্রচুর ইলিশ দেখা যাচ্ছে। তবে জেলেদের জালে ছোট ইলিশও ধরা পড়ছে। তিনি ছোট ইলিশ না ধরার ব্যাপারে জেলেদের সচেতনতা বাড়াতে প্রশাসনিক হস্তক্ষেপ দরকার বলে জানান।
×