ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ৬ হাজার পয়েন্টের নীচে

প্রকাশিত: ২৩:৩৯, ২৩ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে সূচক ৬ হাজার পয়েন্টের নীচে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমে ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২০ কোটি ৪১ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৫৪৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ পনয় ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিবিএস কেবল, আমরা নেটওয়ার্ক, লঙ্কাবাংলা ফাইনান্স, গ্রামীন ফোন, ইফাদ অটো, ব্র্যাক ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা ও আইসিবি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সাফকো স্পিনিং, শাশা ডেনিম, বিডি অটোকার, স্টাইলক্রাফট, রেকিট বেনকিসার, আমরা নেটওয়ার্ক, শেফার্ড ইন্ড্রাস্টিজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ইফাদ অটো ও গ্লাক্সোমিথক্লাইন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ঝিল বাংলা সুগার, শ্যামপুর সুগার, মডার্ন ডাইং, রহিম টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক, অলটেক্স ইন্ড্রাস্টিজ, ইবনে সিনা, মিথুন নিটিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও মুন্নু সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৫২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল ব্যাংক, বিবিএস কেবল, বিকন ফার্মা, লঙ্কাবাংলা ফাইনান্স, মেঘনা কনডেন্স মিল্ক, বে´িমকো ও ডরিন পাওয়ার।
×