ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলের বাসাইলে ড্রেজারের খাদে পড়ে বাড়িঘর নিখোঁজ

প্রকাশিত: ২২:৫১, ২৩ অক্টোবর ২০১৭

টাঙ্গাইলের বাসাইলে ড্রেজারের খাদে পড়ে বাড়িঘর নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনের টানা বৃষ্টিতে এই গ্রামের বহু বাড়ীঘর ভেঙে যাচ্ছে। জানা গেছে, উপজেলার করাতিপাড়া গ্রামের কানাই সূত্রধরের বাড়ির পাশে স্থানীয় একটি প্রভাবশালী মহল বাংলা ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে। মাটি উত্তোলনের ফলে ওই স্থানে গভীর খাদের সৃষ্টি হয়। মুষলধারে টানা বৃষ্টিতে কানাই সূত্রধরের বাড়িসহ বেশকয়েকটি বাড়ীঘর ভেঙে খাদে ধসে পড়ে যায়। এতে ভয় পেয়ে আশেপাশের বাড়ির লোকজন তড়িঘড়ি পাশের বাড়িতে আশ্রয় নেয়। কানাই সূত্রধর জানান, এনজিও থেকে ঋণ নিয়ে তিনি ১৮হাত দীর্ঘ চৌচালা ওই ঘরটি দিয়েছিলেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে নিয়ে কোন রকমে দিনাতিপাত করেন। টানা বৃষ্টিতে ঘরটি কাপতে থাকায় তারা পাশের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু কোন আসবাবপত্র সরিয়ে নেয়ার আগেই চোখের সামনে পাশের কয়েকটি ঘর ড্রেজারের খাদে পড়ে যায়। প্রায় একশ’ ফুট গভীরে ঘরের সন্ধান পেলেও তা উঠানোর সাধ্য আমার নেই। স্থানীয় ইউপি সদস্য দুলাল হোসেন জানান, ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কারণেই ঘরটি ধসে গর্তে পড়ে গেছে। তারা অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানিয়েছেন ও লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে হাবলা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি-বালু উত্তোলনের কারণে স্থানীয় শশ্মানঘাটসহ করাতিপাড়ার সাহাপাড়াটিই হুমকির মুখে পড়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে পরামর্শ করে তিনি এ বিষয়ে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।
×