ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কক্সবাজার কাস্টমসে তথ্য অধিকার আইনের উপেক্ষা

প্রকাশিত: ২১:৩৪, ২৩ অক্টোবর ২০১৭

কক্সবাজার কাস্টমসে তথ্য অধিকার আইনের উপেক্ষা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কক্সবাজার বিভাগীয় অফিসের কতিপয় কর্মকর্তা তথ্য অধিকার আইন উপেক্ষা করে চলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে তথ্য অধিকার আইন ২০০৯ পাস করেছে। অথচ আশ্চর্যজনক হলেও সত্যি! কক্সবাজার কাস্টমসের বিভাগীয় কর্মকর্তা উপ-কর কমিশনার (চলতি দায়িত্ব) নুসরাত জাহান সরকারের তথ্য অধিকার আইন উপেক্ষা করে চলছেন বলে অভিযোগ উঠেছে। তথ্য অধিকার আইনে বলা আছে, এই অধ্যাদেশের বিধানাবলী সাপেক্ষে, কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং কোন নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। কক্সবাজারে কতিপয় কাস্টমস কর্মকর্তার দায়িত্বে অবহেলা, লাইসেন্স প্রদানে দুর্নীতি ও রাজস্ব আয়ে ঘাটতি সংক্রান্ত বিষয়ে তথ্য নিতে সোমবার সকালে কয়েকজন সংবাদকর্মী কাস্টম্স কক্সবাজার বিভাগীয় কার্যালয়ে যান। অনুরোধ করা সত্বেও কোন তথ্য সরবরাহ করেননি কাস্টমসের উপ-কর কমিশনার নুসরাত জাহান। ওইসময় তার এক নিকট আত্মীয়কে বিমানে তুলে দেয়ার কাজে তিনি ব্যস্ত থাকলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করেন সংবাদকর্মীরা। পরে কক্সবাজার কাস্টমসের বিভাগীয় এ কর্মকর্তা সাংবাদিকদের দেখেও কোন ধরণের কথাই বলেননি। এমনকি সিপাহির মাধ্যমে বলে দেয়া হয়, ম্যাডাম ব্যস্ত আছেন, সাক্ষাৎ বা কোন তথ্য প্রদান করা যাবেনা। সরকারের ২০০৯সালে প্রণীত তথ্য অধিকার আইনে তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক কর্তৃপক্ষ উহার যাবতীয় তথ্যের ক্যাটালগ এবং ইনডেক্স প্রস্তুত করে যথাযথভাবে সংরক্ষণের বিধান রয়েছে। এ ব্যাপারে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।
×