ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাপানে টাইফুন ল্যানের তাণ্ডব ॥ নিহত ৩

প্রকাশিত: ১৭:৩৭, ২৩ অক্টোবর ২০১৭

জাপানে টাইফুন ল্যানের তাণ্ডব ॥ নিহত ৩

অনলাইন ডেস্ক ॥ জাপানে একটি টাইফুন আঘাত হানার পর তিনজন জন নিহত ও ১০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে ল্যান নামের টাইফুনটি দেশটির শিজওকা এলাকা দিয়ে সাগর থেকে ভূভাগে উঠে আসে, এলাকাটি রাজধানী টোকিও থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলে জানিয়েছে বিবিসি। প্রতি ঘন্টায় ১৯৮ কিলোমিটার গতির বাতাসের বেগ নিয়ে ল্যান জাপানে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। এই ঝড়ের প্রভাবে রোববার জাপানের জাতীয় সংসদ নির্বাচনের দিনটিতে অনেক এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এদিন ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়, পরদিন সোমবার বাতিল হয় আরো ৩০০টি ফ্লাইট। ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় অনেক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে ছিল বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। সোমবার সকালের কিছু এক্সপ্রেস সার্ভিস ও কিছু ফেরি সার্ভিস বাতিল করা হয়েছে। সোমবার সকালের ব্যস্ত সময়টিতেই টাইফুন ল্যান টোকিওর কাছাকাছি এলাকা দিয়ে পার হবে। ইতোমধ্যে ল্যানের আঘাতে তিন জন নিহত হয়েছেন।
×