ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে উঠছে ॥ রিজভী

প্রকাশিত: ০৭:৫২, ২৩ অক্টোবর ২০১৭

সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে উঠছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে উঠছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইসির সঙ্গে সংলাপকালে সংসদ ভেঙ্গে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। এ বিষয়ে ইসি কী করে, সেদিকে সবাই চেয়ে আছে। রবিবার দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্প্রতি ঢাবিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দেশজুড়ে সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মূল হোতা আওয়ামী লীগ ও এ দলের লোকেরা। তারা দেশকে পরনির্ভরশীল করতেই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একে একে ধ্বংস করছে। দলীয়করণ করে শিক্ষার মান ধ্বংস করায় এ সেক্টরে সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাবীদের রেখে ঘুষ বাণিজ্যের মাধ্যমে দলীয় ক্যাডারদের নিয়োগ দেয়া হচ্ছে। সিইসির বক্তব্যে বিএনপি নেতারা মহাখুশি হয়েছেন এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছে বলে আওয়ামী লীগের ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শনিবার প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘উন্নয়নের জোয়ারে দেখেন দেশ কোথায় চলে গেছে। আজ আমরা বিশ্বের জন্য এক বিস্ময়। আগামী ১০-১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের দেশ উন্নত বিশ্বের কাতারে যুক্ত হবে।’ কিন্তু বাস্তবে দেশের কী অবস্থা তা মানুষ জানে। মানুষ উন্নয়নের জোয়ারে ঢাকা শহরে হাবুডুবু খাচ্ছে। ঢাকা তলিয়ে গিয়ে সেখানে এখন ফায়ার সার্ভিসের নৌযান চলছে। অলিগলির সড়কগুলো যেন নালা খালে পরিণত হয়েছে। দুই দিন স্কুল-কলেজের ছেলেমেয়েসহ অফিসগামীরা পানিতে ডুবে কিভাবে হাবুডুবু খেয়েছে তা সবাই বিস্ময়ে তাকিয়ে দেখেছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-প্রকাশনা সম্পাদক মনির উদ্দিন, আবদুস সালাম প্রমুখ। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক আজ ॥ সহায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করতে আজ সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে এ বৈঠক হবে। রবিবারই এ বৈঠকের কথা সব স্থায়ী কমিটির সদস্যদের জানিয়ে দেয়া হয়েছে বলে বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে। জানা যায়, বৈঠকের মূল এজেন্ডা সহায়ক সরকারের রূপরেখা চূড়ান্তকরণ হলেও এতে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া, নির্বাচন কমিশনের সঙ্গে হয়ে যাওয়া সংলাপ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত, বিএনপি নেতাকর্মীদের মামলা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কটি বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
×