ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কার্যক্রম অব্যাহত

বিআরটিএর চার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

প্রকাশিত: ০৭:৫১, ২৩ অক্টোবর ২০১৭

বিআরটিএর চার ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিআরটিএর ৪ ভ্রাম্যমাণ আদালত রাজধানী ও এর আশপাশের এলাকায় মোটরযান অধ্যাদেশ- ১৯৮৩’র আওতায় সংঘটিত বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৬১ মামলায় এক লাখ ১২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায়, ২ মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ৩ মোটরযানের কাগজপত্র জব্দ করেছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর টিকাটুলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর সাইনবোর্ডে অভিযান পরিচালনা করে ১২ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় এবং ২ মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঢাকার তেজগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর টেকনিক্যালে অভিযান পরিচালনা করে ১৬ মামলায় ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় ও ৩ মোটরযানের কাগজপত্র জব্দ করেছে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোটরযান অধ্যাদেশ-১৯৮৩’র আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে। -বিজ্ঞপ্তি।
×