ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে শিক্ষকের ওপর ছাত্রের হামলা

প্রকাশিত: ০৭:৫০, ২৩ অক্টোবর ২০১৭

লৌহজংয়ে শিক্ষকের ওপর ছাত্রের হামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে শিক্ষকের ওপর হামলা করে তিনটি দাঁত ফেলে দিয়েছে এক ছাত্র। রবিবার রাতে মেদিনীম-ল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সদ্য প্রাক্তন ছাত্র সজিব সিকদার মাওয়া বাজারের কাছে এ ঘটনা ঘটায়। বিদ্যালয়টির দাতা সদস্য মোশারফ হোসেন নসু জানান, বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক রুবেল হোসেন রবিবার সন্ধ্যায় প্রাইভেট পড়িয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মাওয়া বাজারের মসজিদের সন্নিকটে আসামাত্রই স্কুলের প্রাক্তন ছাত্র সজিব তার ওপর হামলে পড়ে। সজিবের লাঠির আঘাতে শিক্ষক রুবেলের তিনটি দাঁত পড়ে যায়। একটি হাতও ভেঙ্গে যায়। তবে কি কারণে সজিব হামলা করেছে তা জানা যায়নি। আহত শিক্ষক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ম-ল জানান, রুবেল হোসেন খুব ভাল ইংরেজী শিক্ষক। পাঠ দানের বিষয়ে শিক্ষার্থীদের প্রতি তার আচরণ একটু রুঢ়। হামলার এটি একটি কারণ হতে পারে। লৌহজং থানার ওসি আনিচুর রহমান জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে
×