ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাথাম-টেইলরের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের জয় সফরকারী নিউজিল্যান্ডের

কোহলির সেঞ্চুরি সত্ত্বে¡ও ভারতের হার

প্রকাশিত: ০৫:৫১, ২৩ অক্টোবর ২০১৭

কোহলির সেঞ্চুরি সত্ত্বে¡ও ভারতের হার

স্পোর্টস রিপোর্টার ॥ বিফলে গেল ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে বিরাট কোহলির ৩১তম সেঞ্চুরির (১২১ রান) কীর্তি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮০ রানের স্কোর গড়েও মুম্বাইয়ের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেছে স্বাগতিক ভারত। দলীয় ৮০ রানে ৩ উইকেট হারানো সফরকারীদের স্মরণীয় জয়ে বড় অবদান রস টেইলর (১০০ বলে ৯৫) ও টম লাথামের (১০২ বলে ১০৩*)। স্কোরÑ নিউজিল্যান্ড ২৮৪/৪ (৪৯ ওভার)। পরে ব্যাট করে কোহলি সেঞ্চুরি করেছেন আর ভারত হেরেছে এমন ঘটনা খুব বেশি ঘটেনি! লাথাম-টেইলরের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ব্যতিক্রম সেই দৃশ্যই দেখল ক্রিকেট বিশ্ব। এ জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউরা। পুনেতে দ্বিতীয় ওয়ানডে বুধবার। ওয়ানডে সেঞ্চুরিতে (৩১তম) রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন কোহলি। ৪৯ ট্রিপল ফিগার নিয়ে তার সামনে কেবল শচীন টেন্ডুলকর। ২০০ ম্যাচের ১৯২ ইনিংসে এই বিধ্বংসী কোহলির রান এখন ৮৮৮৮। ৩১ সেঞ্চুরির বিপরীতে ৪৫টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। ব্যাটিং গড় ৫৫.৫৫, স্ট্রাইক রেট ৯১.৫৪। পন্টিংয়ের ৩০ সেঞ্চুরি ছাড়িয়ে যেতে ভারতীয় ব্যাটিং সেনসেশনের লেগেছে ২০০ ম্যাচ। ৪৬৩ ওয়ানডেতে শচীনের মোট সেঞ্চুরি ৪৯টি। যেখানে প্রথম ২০০ ম্যাচে তার সেঞ্চুরি ছিল ১৮টি, কোহলির সেখানে ৩১! ৩৭৫ ম্যাচের ক্যারিয়ারে ৩৬৫ ইনিংসে ৩০ সেঞ্চুরি পন্টিংয়ের। কোহলি সেটি ছাড়িয়ে গেলেন ২০০ ম্যাচে, ১৯২ ইনিংসে। শচীন ৩১তম সেঞ্চুরি করেছিলেন ২৭৯তম ম্যাচে, ২৭১ ইনিংসে। কোহলির ৩১টি সেঞ্চুরি হয়ে গেল শচীনের চেয়ে ৭৯ ইনিংস কম খেলেই! ওয়ানডেতে এ পর্যন্ত ৮২৭টি চারের পাশাপাশি কোহলি হাঁকিয়েছেন ৯৬টি ছক্কা! আর চারটি হলেই ১০০ ছক্কার মালিক হয়ে যাবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেই এই রেকর্ড হয়ে যাবে তা বলাই বাহুল্য। এর আগে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি ছিল একজনেরই, এবি ডি ভিলিয়ার্স। ২০০ ওয়ানডে শেষে রান, সেঞ্চুরি, ব্যাটিং গড়-তিনটিতেই ওয়ানডে ইতিহাসের শীর্ষে কোহলি। রান করেছেন ৮ হাজার ৮৮৮, সেঞ্চুরি ৩১টি, গড় ৫৫.৫৫। নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক? কোন উচ্চতায় নিয়ে যাচ্ছেন? সময়েই তার উত্তর মিলবে।
×