ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা জয়ে ফিরলেও বিতর্কিত গোলে হৈচৈ

প্রকাশিত: ০৫:৫০, ২৩ অক্টোবর ২০১৭

বার্সিলোনা জয়ে ফিরলেও বিতর্কিত গোলে হৈচৈ

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সিলোনা। শনিবার রাতে ন্যুক্যাম্পে কাতালানরা ২-০ গোলে হারিয়েছে অতিথি মালাগাকে। তবে বার্সার জয় ছাপিয়ে একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ম্যাচের শুরুতে জেরার্ড ডেলোফের গোল নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৬ ম্যাচ পর এটি বার্সিলোনার জার্সি গায়ে ডেলোফের প্রথম গোল। ম্যাচের দ্বিতীয় মিনিটে লুকাস ডিগনের ক্রসে ডেলোফে দুর্দান্ত ব্যাক হিলে গোল করে কাতালানদের এগিয়ে নেন। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে লুকাস বল ক্রস করার আগে বলটি পরিষ্কারভাবে ক্রসলাইন অতিক্রম করেছিল। কিন্তু রেফারি বা লাইন্সম্যান কেউই সেটা লক্ষ্য করেননি। গোল নিয়ে বিতর্ক হলেও এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান বেশ ভালমতোই নিজেদের দখলে রেখেছে বার্সিলোনা। নয় ম্যাচ শেষে ২৫ পয়েন্ট ভা-ারে তাদের। সমান সংখ্যক ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া। তিন ও চার নম্বরে থাকা রিয়াল ও এ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে জমা যথাক্রমে ১৭ ও ১৬ পয়েন্ট। দুই দলই অবশ্য এক ম্যাচ কম খেলেছে বার্সিলোনার চেয়ে। গত রাতে জয় পেলে দুইয়ে ওঠার সুযোগ থাকছে রিয়ালের। এই ম্যাচের আগেও কাতালানিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পুরো দেশেই বেশ অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। ন্যুক্যাম্পে ম্যাচ শুরু হওয়ায় সমর্থকরা কিছুটা স্বস্তি ফিরে পায়। যদিও মালাগার বিরুদ্ধে বার্সিলোনা কখনই খুব একটা স্বস্তি পায়নি। ম্যাচের শুরুতেই ডেলোফের গোলটি কাতালান শিবিরে স্বস্তি ফিরে আসে। তারপর থেকে মালাগার কঠিন রক্ষণভাগ ভাঙ্গা বার্সার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমনকি প্রাণভোমরা লিওনেল মেসিও খুব একটা স্বস্তিতে ছিলেন না। অবশেষে নিজে গোল করতে না পারলেও আন্দ্রেস ইনিয়েস্তাকে দিয়ে দ্বিতীয় গোল করিয়েছেন। সার্জি রবার্টোর সহযোগিতায় সুয়ারেজ দারুণ একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় সুয়ারেজ মাত্র তিনটি গোল করেছেন। দ্বিতীয় মিনিটে ডেলোফের গোলের পর ৫৬ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি করেন অধিনায়ক ইনিয়েস্তা। ম্যাচ শেষে ডেলোফে অবশ্য তার গোলটিকে বৈধ বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার কাছে গোলটি বৈধ ছিল। আমি বিশ্বাস করি গোলটিতে কোন সন্দেহ ছিল না। আরেক ম্যাচে সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভ্যালেন্সিয়া। মার্সেলিনো গার্সিয়ার দল তাই অপরাজিত থেকে এবারের মৌসুমে দারুণভাবে এগিয়ে যাচ্ছে। সেভিয়ার বিরুদ্ধেও ভ্যালেন্সিয়ার বড় জয়ে সে প্রমাণ মিলেছে। গত সপ্তাহে রিয়াল বেটিসের বিরুদ্ধে দারুণ এক গোল করা গনসালো গুয়েডেসের আরেকটি অসাধারণ গোলে ৪৩ মিনিটেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বিরতির ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সিমোনে জাজা। এটি মৌসুমে তার অষ্টম গোল। ৮৫ মিনিটে সান্টি মিনা দলের পক্ষে তৃতীয় গোল করার পরে ইনজুরি টাইমে ২০ বছর বয়সী পর্তুগীজ উইঙ্গার গুয়েডেস নিজের দ্বিতীয় গোল করেন। এদিকে লিওনেল মেসিকে আজীবন ধরে রাখার স্বপ্ন দেখছে বার্সিলোনা। ইতোমধ্যে কাতালানদের হয়ে ৩০টি শিরোপা জিতেছেন মেসি। বার্সা ও লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। সেই মেসি এখন যেন অনেকটাই বার্সিলোনার ঘরের ছেলে হয়ে গেছেন। এবার একেবারেই পাকাপোক্তভাবে তাকে রাখাতে চাইছে বার্সিলোনা। ক্লাবটি ‘আজীবন চুক্তি’ করতে চাইছে এই আর্জেন্টাইন তারকার সঙ্গে। সেভাবে প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাবটি। এ ব্যাপারে বার্সিলোনার প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গ্রাউ বলেন, শৈশব থেকে মেসি আমাদের সঙ্গে আছে। ভবিষ্যতেও এই ক্লাবে তাকে রাখতে চাই। আশা করছি আজীবন সে আমাদের সঙ্গে থাকবে। খেলোয়াড়ী জীবন শেষেও আমাদের ক্লাবের সঙ্গে সংযুক্ত থাকুক সে, এটাই আমরা চাই। সে রকম একটি চুক্তির প্রস্তাব দেয়া হবে তাকে। উল্লেখ্য, মেসির সঙ্গে বার্সিলোনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৮ সালে।
×