ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা ॥ খালেদার আবেদন নিষ্পত্তি

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ অক্টোবর ২০১৭

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলা ॥ খালেদার আবেদন নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের নয় সাক্ষীর পুনরায় জেরা চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে হাইকোর্ট। একই সঙ্গে আরও দুই সাক্ষীর পুনরায় জেরার প্রয়োজন নেই বলে আদেশ দিয়েছে আদালত। ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মিনার চৌধুরীর পাসপোর্ট জমা রাখার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিগণ এ আদেশ প্রদান করেন। পাসপোর্ট জমার শর্তে মিনারের জামিন ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মিনার চৌধুরীর পাসপোর্ট জমা রাখার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তার জামিন আদেশের বিরুদ্ধে আপীল করা হবে। রবিবার বিচারপতি একেএম মোঃ আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আলী জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×