ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতা নিশ্চিত হলে উৎপাদনে সৃজনশীলতা আসবে ॥ ইকবাল

প্রকাশিত: ০৫:৩৪, ২৩ অক্টোবর ২০১৭

প্রতিযোগিতা নিশ্চিত হলে উৎপাদনে সৃজনশীলতা আসবে ॥ ইকবাল

স্টাফ রিপোর্টার ॥ মার্কেটে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করলে পণ্য উৎপাদনে সৃজনশীলতা আসবে, মানসম্পন্ন পণ্যের যোগান বাড়বে, দ্রব্যমূল্য কমবে, জনগণের ভোগান্তি হ্রাস পাবে, আবার কেউ ব্যবসার নামে অনুপার্জিত আয় করতে পারবে না বলে মত দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একই সঙ্গে হঠাৎ চাল বা পিঁয়াজের দাম বাড়িয়ে যেসব লোক দ্রুত ধনী হতে চায় তাদের ক্ষেত্রে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিযোগিতা কমিশন নিজস্ব উদ্যোগে হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী। রবিবার সকাল ১১টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সমঝোতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
×