ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ কোটি টাকা জমা না দিলে জামিন বাতিল এমপি শওকতের

প্রকাশিত: ০৫:২৮, ২৩ অক্টোবর ২০১৭

২৫ কোটি টাকা জমা না দিলে জামিন বাতিল এমপি শওকতের

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকে ২৫ কোটি টাকা জমা না দিলে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ শওকত চৌধুরীর জামিন বাতিল হয়ে যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের কপি হাতে পাওয়া সাপেক্ষে ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ঋণদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কমার্স ব্যাংকে জমা না দিলে এ রায় কার্যকর হবে বলে রায় দিয়েছেন আদালত। অন্যদিকে আরেক কোর্টে তুরাগ নদের তীরবর্তী টঙ্গী কামারপাড়া ব্রিজের দুই পাশের ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হিউম্যান রাইটস এ্যান্ড পিস পর বাংলাদেশ (এইচআরপিবি) নামে একটি মানবাধিকার সংগঠন আবেদন করেছে হাইকোর্টে। এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে অভিযোগ করে তার তদন্ত ও বিচার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
×