ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরোধী দলীয় রুশ নেতা নাভালনি মুক্তি পেলেন

প্রকাশিত: ০৪:২৬, ২৩ অক্টোবর ২০১৭

বিরোধী দলীয় রুশ নেতা নাভালনি মুক্তি পেলেন

রাশিয়ার বিরোধী নেতা এলেক্সি নাভালনি রবিবার মুক্তি পেয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভ্ল‍াদিমির পুতিনের বিরুদ্ধে বিক্ষোভ আয়োজনের কারণে তার ২০ দিনের সাজা হয়। এএফপি। নাভালনি ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নাভালনিকে মস্কোর পশ্চিমাঞ্চলের একটি জেলে আটক রাখা হলেও ধারণা করা হচ্ছে সংবাদকর্মীদের এড়াতে পুলিশ অন্য কোন জায়গা থেকে তাকে মুক্তি দেয়। এর আগেও পুলিশ একই ধরনের কাজ করেছে। মুক্তি পেয়ে নাভালনি রবিবার দিনের শেষে দক্ষিণাঞ্চলীয় আস্ত্রাখান শহরের একটি পার্কে অনুমোদিত সমাবেশে অংশ নিয়ে সমর্থকদের সঙ্গে মিলিত হওয়ার কথা। তার নারী মুখপাত্র কিরা ইয়ারমিশ আস্ত্রাখান শহরে সমর্থকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেন, তিনি সরাসরি তোমাদের কাছে আসবেন। মস্কো থেকে ১৩শ’ কিলোমিটার দক্ষিণপূর্বে আস্ত্রাখান শহর অবস্থিত।
×