ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেনেডি হত্যার গোপন দলিল প্রকাশে ট্রাম্পের অনুমতি

প্রকাশিত: ০৪:২৫, ২৩ অক্টোবর ২০১৭

কেনেডি হত্যার গোপন দলিল প্রকাশে ট্রাম্পের অনুমতি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাে র গোপন দলিল প্রকাশের অনুমতি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৯২ সালের এক আইন অনুযায়ী আগামী ২৬ অক্টোবরের মধ্যে এই দলিল প্রকাশ করার কথা ছিল। ইন্ডিপেন্ডেন্ট। ১৯৬৩ সালের ২২ নবেম্বর টেক্সাসে আততায়ীর গুলিতে নিহত হন জন এফ কেনেডি। ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জন এফ কেনেডি হত্যাকাে র গোপন দলিল প্রকাশের অনুমতি দিতে যাচ্ছেন। ট্রাম্পের অনুমতি পাওয়ার পর আগামী সপ্তাহে আমেরিকার ন্যাশনাল আর্কাইভস কেনেডি হত্যাকা সংক্রান্ত ৩,০০০-এর বেশি দলিল প্রকাশ করতে যাচ্ছে। আর ৩০ হাজারের বেশি নথি আগে প্রকাশ করা হয়েছে তবে কাটছাঁট বা সম্পাদনা করে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে কেনেডির হত্যা বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা মনে করেন না যে অপ্রকাশিত দলিলে এখনও বড় ধরনের কোন বিস্ফোরক তথ্য আছে। তবে ওই ফাইলগুলো প্রকাশ করা হলে কেনেডি হত্যার ঠিক আগে ১৯৬৩ সালের সেপ্টেম্বরের শেষ দিকে হত্যাকারী হিসেবে চিহ্নিত লি হার্ভি অসওয়াল্ড মেক্সিকো সিটিতে কী করছিলেন সে বিষয়ে হয়ত কিছুটা আলোকপাত হবে। ১৯৯২ সালে পাস হওয়া কেনেডি হত্যাকা সংক্রান্ত এক আইনে বলা হয়েছে, আমেরিকার ফেডারেল সরকারকে ২০১৭ সালের ২৬ অক্টোবরের মধ্যে এসব তথ্য প্রকাশ করতে হবে। তবে পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে, ট্রাম্প সরকার কেনেডি হত্যাকাে র সুনির্দিষ্ট কিছু তথ্য গোপন রাখতে পারে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছেন, ১৯৯০-এর দশকে তৈরি হওয়া এসব দলিলের ওই সুনির্দিষ্ট তথ্য প্রকাশ পেলে বর্তমান নিরাপত্তা বাহিনীগুলোর অভিযান সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল প্রকাশ হয়ে পড়তে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার্স বলেছেন, ১৯৯২ সালের আইন মেনে কেনেডি হত্যাকা সম্পর্কিত দলিল যথাসম্ভব সর্বোচ্চ সংখ্যায় প্রকাশ করা হবে। জন এফ কেনেডি ছিলেন আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট।
×