ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিত: ০৩:৫৪, ২৩ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছেন স্ত্রী। এছাড়া হালিশহর এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছে এক যুবক। শনিবার রাতে এ দুটি খুনের ঘটনা ঘটে। জানা যায়, শনিবার রাত ২টার দিকে উত্তর কাট্টলী এলাকার একটি বাড়িতে স্বামী দেলোয়ার হোসেনের লাঠির আঘাতে প্রাণ হারান জরিনা আক্তার (২২)। ঝগড়ার একপর্যায়ে ঘটনাটি ঘটে। জরিনাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এ গৃহবধূকে মৃত ঘোষণা করেন। জরিনার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট এলাকায়। পরিবারটি উত্তর কাট্টলী চৌধুরী বাড়ির মোঃ রফিকের ঘরে ভাড়ায় বসবাস করছিল। এদিকে হালিশহর এ ব্লকে বাসস্ট্যান্ড এলাকায় শনিবার রাত পৌনে ১২টার দিকে খুন হন রাসেল (১৯) নামের এক যুবক। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি বাসস্ট্যান্ড এলাকায় একটি চটপটির দোকান পরিচালনা করতেন। রাতে তার দোকানের সামনে ঝগড়াঝাটি এবং হৈচৈ হয়। একপর্যায়ে ছুরিকাহত হন রাসেল। গুরুতর অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জে গুলিতে কৃষক নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, দিনদুপুরে গুলি করে নাজিম উদ্দিন (৫৫) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা আড়াইটার দিকে পৌরসভার পশ্চিম দাশড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের মৃত নছের উদ্দিনের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছে, দুপুরে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে নাজিমুদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন। পশ্চিম দাশড়া কবরস্থান মোড়ে এলে তিনজন দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে। এ সময় তারা পিস্তলের মুখে নাজিম উদ্দিনের কাছ থেকে উত্তোলনকৃত টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। টাকা না দেয়ায় তারা নাজিম উদ্দিনকে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আখাউড়ায় মাজারের পরিচ্ছন্নতা কর্মী স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আখাউড়ায় মাজারের পরিচ্ছন্নতা কর্মী রাবেয়া খাতুন খুন হয়েছে। রবিবার দুপুরে উপজেলার খড়মপুর এলাকার শাহ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ (কল্লা) শহীদের (রহ.) মাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিংকু খাদেম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় রাবেয়া ৪০/৫০ বছর ধরে মাজারে পরিচ্ছন্নতার কাজ করত। তুচ্ছ ঘটনার জের ধরে রিংকু তাকে মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যায়। রাজশাহীতে দম্পতির লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গোদাগাড়ীর গ্রামের একটি বাড়ি থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ৩টার দিকে উপজেলার সেখেরপাড়া বারোমাইল গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে পুলিশ বলছে, এই দম্পতি আত্মহত্যা করেছেন। এরা হলেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সনি ইসলাম (২৫) ও তার স্ত্রী নিপা খাতুন (২১)। সনি মোবাইল ফোন মেরামতের কাজ করতেন। আগের দুই স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর প্রায় এক বছর আগে নিপাকে বিয়ে করেছিলেন তিনি। নিপা উপজেলার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে। প্রতিবেশীরা জানান, বাবা-মায়ের একমাত্র ছেলে সনি। তাদের সঙ্গেই বাড়িতে স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন। তবে সনির মায়ের সঙ্গে নিপার প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাতেও তাদের ঝগড়া হয়। পরে নিপার শাশুড়ি রাগ করে বাবার বাড়ি চলে যান। আর সকালে কৃষিকাজ করতে মাঠে চলে যান শহিদুল ইসলাম। এরপরই ফাঁকা বাড়িতে প্রথমে আত্মহত্যা করেন নিপা। পরে তা দেখে হয়ত সনিও আত্মহত্যা করেন।
×