ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৩:৫৩, ২৩ অক্টোবর ২০১৭

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে স্ত্রীকে খুনের দায়ে এক স্বামীকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। দন্ডিত আসামি ইলিয়াস ফটিকছড়ি উপজেলার ভুঁজপুর থানার দাঁতমারা ইউনিয়নের কেচিয়া গ্রামের বাসিন্দা। চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত ও জেলা দায়রা জজ নজরুল ইসলাম রবিবার এ রায় প্রদান করেন। জানা যায়, পারিবারিক চাপে চাচাত বোন সাফিয়াকে বিয়ে করেছিল ইলিয়াস। সাফিয়ার গায়ের রং কালো থাকায় এ বিয়েতে তার অমত ছিল। বিয়ের পরও ইলিয়াস চাচাত বোনকে স্ত্রী হিসেবে মানতে পারছিল না। একপর্যায়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। ২০১১ সালের ১৪ অক্টোবর ভোরে এ খুনের ঘটনা ঘটে। সাতজনের যাবজ্জীবন চট্টগ্রামে প্রায় এক দশক আগে সংঘটিত একটি হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একই রায়ে তাদের প্রক্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- প্রদান করা হয়। রবিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় প্রদান করেন। তবে রায়ে দুজনকে বেকসুর খালাস প্রদান করা হয়। এরমধ্যে মামলার বিচার চলাকালে একজনের মৃত্যু হয়েছে। দ-িতরা হলেন মাহবুবুর রহমান, আবদুল হামিদ, আবদুস শুক্কুর, শফিক আহমেদ, আবদুর রাজ্জাক, নজির আহমেদ ও ফয়েজ আহমেদ। তারা সবাই কারাগারে রয়েছেন।
×