ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুবলীগ নেতাকে গুলি

আওয়ামী লীগ নেতা আটক ॥ সড়ক অবরোধ

প্রকাশিত: ০৩:৫২, ২৩ অক্টোবর ২০১৭

আওয়ামী লীগ নেতা আটক ॥ সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২২ অক্টোবর ॥ যুবলীগ নেত জয়নালকে গুলি করার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম-নাজিরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মন্জুকে শনিবার রাত ১২টার দিকে নগরীর আউটার স্টেডিয়ামসংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, রাতে মন্জু ও জয়নাল দু’জনই অফিসার্স ক্লাবে ছিলেন। সেখান থেকে বের হওয়ার পর উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মঞ্জুরুল আলম পিস্তল বের করে জয়নালের পায়ে গুলি করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্জুকে আটক করে থানায় নিয়ে যায়। আহত জয়নালকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। আনোয়ারা উপজেলার বাসিন্দা জয়নাল দক্ষিণ জেলা যুবলীগ নেতা। তার ভাই মোঃ আলমগীর আনোয়ারা থেকে নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য। জয়নালের ভাই মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ওসি। মঞ্জুরুল আলমকে আটকের প্রতিবাদে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড মোড়ে ব্যারিকেড দিয়েছে তার অনুসারীরা। মঞ্জুরের অনুসারীরা রাস্তায় আড়াআড়িভাবে বাস রেখে ব্যারিকেড দিলে দুপাশে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে দুর্ভোগে পড়েন চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি, চট্টগ্রাম-রাউজান-রাঙ্গামাটি রুটসহ নগরমুখী যাত্রীরা। আটকা পড়ে কয়েক শ’ যানবাহন। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে গেছে। সপ্তাহের প্রথম খোলার দিন হওয়ায় শহরমুখী নারী-শিশুসহ যাত্রীরা দুর্ভোগে পড়তে হয়। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে নাজিরহাট সড়কে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাপাসে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। অপরদিকে, ভাংচুরের ভয়ে চার্টল ট্রেন ও নাজিরহাট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
×