ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ

প্রকাশিত: ০৩:৪৮, ২৩ অক্টোবর ২০১৭

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২২ অক্টোবর ॥ ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫শ’ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করা হয়েছে। এছাড়াও ২২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে তা বিনষ্ট ও ৮ হাজার ২শ’ ২৬ কেজি মা ইলিশ জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টার পর থেকে জেলেদের ইলিশ ধরার জন্য পদ্মা নদী উন্মুক্ত থাকবে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে গিয়ে যে সকল জেলেকে জেল-হাজতে যেতে হয়েছে, তাদের স্ত্রী-সন্তানরা মানবেতর জীবনযাপন করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অনেক জেলে মাছ ধরার জাল-নৌকা দু’টোই হারিয়ে এখন নিঃস্ব। অর্ধাহারে-অনাহারে থাকছে জেল-জরিমানার শিকার হওয়া জেলেদের পরিবারের সদস্যরা। যে সকল জেলে মহাজনদের কাছ থেকে দাদন এনে জাল ও নৌকা কিনেছেন, তাদের এখন সুদের বোঝা বহন করতে হবে।
×