ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চবি ভর্তি পরীক্ষায় অনিয়ম বরদাশ্ত করা হবে না ॥ উপাচার্য

প্রকাশিত: ০৩:৪৭, ২৩ অক্টোবর ২০১৭

চবি ভর্তি পরীক্ষায় অনিয়ম বরদাশ্ত করা হবে না ॥  উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নিয়মবহির্ভূত কর্মকান্ডে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে কোন ছাড় দেয়া হবে না। রবিবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি উপাচার্য বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অনুষ্ঠানের বিষয়ে কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগ, সংস্থার সঙ্গে ইতোমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ভর্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হবে। কথিত বিভিন্ন অবৈধ যোগাযোগমাধ্যমে কোন ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করা হলে কোনভাবেই তা বরদাশ্ত করা হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিয়মবহির্ভূত কর্মকান্ডে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চবি অনুষদসমূহের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, হলসমূহের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিচালক ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্র, ওয়ার্ডেন, প্রশাসক পরিবহন দফতর, প্রধান প্রকৌশলী, চীফ মেডিক্যাল অফিসার এবং সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিরা।
×