ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় বিদ্যুত সংযোগের নামে টাকা নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৩, ২৩ অক্টোবর ২০১৭

কলাপাড়ায় বিদ্যুত সংযোগের নামে টাকা নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ অক্টোবর ॥ কুমিরমারা গ্রামের রুহুল আমিন মৃধার পেটে গেল নতুন বিদ্যুত সংযোগপ্রত্যাশী মানুষের প্রায় দুই লাখ টাকা। প্রায় মাসখানেক আগে ২০২টি পরিবারের কাছ থেকে এ পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মানুষকে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে রুহুল আমিন মৃধা প্রত্যেকের কাছ থেকে এক হাজার থেকে ১২শ’ টাকা পর্যন্ত হাতিয়ে নেন বলে সেখানকার মজিবর গাজী, মজিবর মল্লিক, খালেক গাজী, ইদ্রিস গাজী, হানিফ জোমাদ্দার, ফারুক জোমাদ্দার, খলিল মাঝি, সুলতান তালুকদারসহ অসংখ্য মানুষ এখন পর্যন্ত বিদ্যুত সংযোগ না পেয়ে এখন অভিযোগ করছেন। ইছাহাক মৃধার ছেলে রুহুল আমিনের বিরুদ্ধে বিদ্যুত সংযোগ দেয়ার নামে চাঁদাবাজির বিচার দাবি করেছেন স্থানীয় মানুষ। অভিযুক্ত রুহুল আমিনের সঙ্গে কথা বললে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভাইয়া সামনাসামনি কথা বলমুআনে।’ কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের ডিজিএম সুদেব কুমার সরকার জানান, এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। আর নতুন সংযোগ দেয়ার ক্ষেত্রে নিয়ম ব্যতিরেকে কাউকে টাকা দেয়া কিংবা নেয়ার কোন সুযোগ নেই। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এমনকি কাউকে নতুন সংযোগ নেয়ার বিষয়ে টাকা লেনদেন করতে নিষেধ করতে মাইকিং পর্যন্ত করা হয়েছে বলে জানান তিনি।
×