ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় গোপন বৈঠক॥ চার জামায়াত কর্মী আটক

প্রকাশিত: ০৩:৪২, ২৩ অক্টোবর ২০১৭

সাতক্ষীরায় গোপন বৈঠক॥ চার জামায়াত কর্মী আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ গোপন বৈঠক করার সময় জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ১৯টি জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ, রেজিস্টার খাতা ও বিভিন্ন খাতাপত্র উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রাম থেকে এই আটক ও উদ্ধারের ঘটনা ঘটে। এরা হলো আশাশুনি উপজেলা জামায়াতের কোষধ্যাক্ষ আফছার উদ্দিন, বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের নজর উদ্দিন গাজীর ছেলে নজরুল গাজী, বাটরা গ্রামের বাবর আলী সরদারের ছেলে ইসমাইল সরদার ও শ্রীউলা গ্রামের এমদাদ আলীর ছেলে আব্দুর রহমান। আশাশুনি থানা পুলিশ জানায়, গোপন সংবাদে শনিবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ শ্রীউলা গ্রামের আফছার উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা সেখানে গোপন বৈঠক করছিল।
×