ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:১৭, ২৩ অক্টোবর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০ গতকালের পর) ২১। কাদের মধ্যে বুদ্ধি বা জ্ঞানের পরিপক্ষতা থাকে না? (ক) শিশুদের (খ) বড়দের (গ) নারীদের (ঘ) শিক্ষকদের। ২২। অচেনা বা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য কারা অনুকরণপ্রিয় হয়ে ওঠে ? (ক) বড়রা (খ) ছোটরা (গ) গবেষকরা (ঘ) অভিনেতারা। ২৩। কোন মাধ্যমে শিশু ভাষা,উচ্চারণ ও বাচনভঙ্গি আয়ত্ব করে থাকে ? (ক) শিক্ষা প্রতিষ্ঠানের (খ) অনুকরণ (গ) সাহিত্য ক্লাব (ঘ) সাংস্কৃতিক প্রতিষ্ঠানের। ২৪। অনুকরণ কী ? (ক) আচার-আচরণ নকল করার প্রক্রিয়া (খ) এক ধরনের যোগাযোগ মাধ্যম (গ) সমাজের কাঙিক্ষত আচরণ (ঘ) সমাজ গবেষকদের দৃষ্টিভঙ্গি। ২৫। প্রত্যেক ব্যক্তিকে কেন সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি,আদর্শ ও অভ্যাস আয়ত্ব করতে হয় ? (ক) রাজনেতিক দল গঠনের জন্য (খ) কাক্সিক্ষত ও সুস্থ জীবনের জন্য (গ) ক্রীড়া সংগঠন গঠনের জন্য (ঘ) তথ্যাদি অন্যের কাছে পৌছে দেওয়ার জন্য। ২৬। রাজনৈতিক দল কীভাবে ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা পালন করে ? (ক) নেতৃত্ব দান শেখানোর মাধ্যমে (খ) আচার-আচরণ শেখানোর মাধ্যমে (গ) সচেতন ও সংগঠিত করার মাধ্যমে (ঘ) সংগঠিত করার মাধ্যমে। ২৭। গ্রামীণ পরিবেশে শিশু বেড়ে ওঠার সাথে সাথে কোন গুনাবলী অর্জন করে? (ক) হটকারীতা (খ) হিংসা (গ) সহমর্মিতা (ঘ) পরশ্রীকাতরতা। ২৮। সিপন প্রতিদিন বিকেল বেলা তার বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। খেলার মাধ্যমে সে বন্ধুদের কাছ থেকে অর্জন করবে- (ক) হিংসা (খ) প্রতিযোগিতা (গ) খেলার নিয়ম-কানুন (ঘ) সহনশীলতা, সহমর্মিতা, সহযোগিতা। ২৯। সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী মাধ্যম কোনটি? (ক) পরিবার (খ) ইমেল (গ) শিক্ষা প্রতিষ্ঠান (ঘ) সমবয়সী বন্ধু। ৩০। স্থানীয় সমাজের অন্তর্ভুক্ত কোনটি? (ক) সাংস্কৃতিক সংঘ (খ) গণমাধ্যম (গ) নাটক (ঘ) টেলিভিশন । উত্তর ঃ ২১(ক), ২২(ক), ২৩(খ), ২৪(ক), ২৫(খ), ২৬(গ), ২৭(গ), ২৮(ঘ), ২৯(ক), ৩০(ক)।
×