ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশিত: ০১:৩৯, ২২ অক্টোবর ২০১৭

সোমবার বিএনপির  স্থায়ী কমিটির বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ সহায়ক সরকারের রুপরেখা চূড়ান্ত করতে আগামীকাল সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। রবিবারই এ বৈঠকের কথা সব স্থায়ী কমিটির সদস্যদের জানিয়ে দেয়া হয়েছে বলে বিএনপি কার্যালয় সূত্রে জানা গেছে। জানা যায়, বৈঠকের মূল এজেন্ডা সহায়ক সরকারের রুপরেখা চূড়ান্ত করণ হলেও এতে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়া, নির্বাচন কমিশনের সঙ্গে হয়ে যাওয়া সংলাপ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাত, বিএনপি নেতাকর্মীদের মামলা এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ’ কটি বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন সফরে যান। যাবার সময়ই সিনিয়র নেতাদের তিনি জানিয়ে ছিলেন দেশে ফিরে নির্বাচনকালীন সহায়ক সরকারের রুপরেখা ঘোষণা করবেন। ৯৪ দিন লন্ডনে অবস্থান শেষে ১৮ অক্টোবর তিনি মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেন। পরদিন বিশেষ আদালতে গিয়ে তিনি জামিন নেন এবং আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তাকে মামলার নামে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন। খালেদা জিয়ার দেশে ফিরাকে কেন্দ্র করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক শোডাউন করে বিএনপি নেতাকর্মীরা। তবে নির্বাচনকে সামনে রেখে দলকে চাঙ্গা করার এটি একটি কৌশল ছিল বলে জানা গেছে।
×