ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে ৯টি স্বর্নের বারসহ যাত্রী আটক

প্রকাশিত: ০১:৩৮, ২২ অক্টোবর ২০১৭

শাহজালালে ৯টি স্বর্নের বারসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে কুয়ালালামপুর ফেরত মিলন প্রামাণিক নামে এক যুবকের কাছ থেকে ৩৪৮ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। রবিবার দুপুরে শুল্ক গোয়েন্দা বিভাগ ওই যাত্রীকে আটক করে। তার কাছে লুকানো অবস্থায় ৯টি স্বর্নের বার ছিল। যার ওজন প্রায় ৩৪৮ গ্রাম। আটককৃত যাত্রীর বাবার নাম আয়নাল প্রামাণিক। গ্রামের বাড়ি ফরিদপুরে। শুল্ক ও গোয়েন্দা সূত্র জানায়, রবিবার সকাল ফ্লাইটযোগে শাহজালালে অবতরণ করেন যাত্রী মিলন প্রামানিক। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অস্বীকার করে জানান, তার কাছে স্বর্ণের বার নেই। পরবর্তীতে তার সঙ্গে থাকা জুসার ভেঙে স্বর্নের টুকরাগুলো বের করা হয়। এরপর বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপন্তিততে ৩৪৮ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত যাত্রী মিলন প্রামাণিক জিজ্ঞাসাবাদে জানায়, শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়াতে এই কৌশল অবলম্বন করেন। তিনি একজন ওয়েজআর্নার। এ ব্যাপারে শুল্ক আইন মামলা হয়েছে।
×