ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই বাধেঁর ঝুকিঁ ঠেকাতে ১৬ স্পিল ওয়ে দিয়ে ১৮হাজার কিউসেক পানি ছাড়ছে

রাঙ্গামাটিতে আবারও নিন্মাঞ্চল প্লাবিত ॥ লক্ষাধিক লোক পানি বন্ধী

প্রকাশিত: ০০:৪৪, ২২ অক্টোবর ২০১৭

রাঙ্গামাটিতে আবারও  নিন্মাঞ্চল প্লাবিত ॥ লক্ষাধিক  লোক পানি বন্ধী

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি ॥ অকালে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৮টি উপজেলার নির্ম্নাঞ্চল আবারও পানির নিচে তলিয়ে গেছে।কাপ্তাই লেকে অস্বাভিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি শহরের আশ পাশের এলাকা সহ লেক বেষ্টিত বিস্তিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানির চাপ সামাল দেয়ার লক্ষে কার্তিক মাসেও কাপ্তাইবাধঁ থেকে প্রতিসেকে ১৮ হাজার কিউসেক পানি ১৬টি স্পিল ওয়ে দিয়ে ছেড়ে দেয়া হ্চ্ছে। পাহাড়ি ঢল ও লেকের পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর উপজেলা , বাঘাইছড়ি, লংগদু বরকল, কাপ্তাই, নানিয়াচর , বিলাইছড়ি ও জুরাইছড়ি উপজেলায় প্রায় ১ লাখ লোক পানি বন্ধী হয়ে পড়েছে। রাঙ্গামাটি ও লংগদু এলাকায় লেকের তীরে গড়ে উঠা অধিকাংশ বাড়ি ঘরে লেকে পানি ঢুকে গেছে। কাপ্তাই লেকের তীরে আবাদ করা কয়েক হাজার একর আমন আবাদ ও ক্ষেতের ফসল পানির নিচে তলিয়ে গেছে। এদিকে কার্তিকের ভারী বর্ষণ এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি আবারও বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্র এলকায় পনির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩ এমএসএল পানি বৃদ্ধি পেয়েছে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক শফিউল আহেমেদ জানিয়েছেন কাপ্তাই বাধঁ ঝুকিঁ মুক্ত রাখতে কতৃপক্ষ ১৬টি স্পিল ওয়ে দেড় ফুট করে খুলে দিয়েছে ।যা দিয়ে সেকে- ১৮হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। রোববার দুপুর বাঁধ এলাকায় পানির উচ্চতা ছিল ১০৮.৭৮ এম.এস.এল । রুল কার্ভ অনুযায়ী এই সময় পানির উচ্চতা থাকার কথা ১০৬ এম.এস.এল ।কাপ্তাই বাধেঁর পানি ধরণের উচ্চতা রয়েছে মাত্র ১০৯ এমএসএল । যা হওয়ার কথা নবেম্বর মাসে। এখন আগাম অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কাপ্তাই লেকের পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় দেশের পর্যটকদের একমাত্র আর্কষণীয় রাঙ্গামাটির ঝুলন্ত ব্রীজটি হ্রদের গত তিন মাস ধরে ৩ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ইতোমধ্যে পর্যটন কর্তৃপক্ষ ব্রীজের ওপর দিয়ে লোকজন যাতায়ত বন্ধ করে দিয়েছে।
×