ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৩ দফা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আলটিমেটাম

প্রকাশিত: ২১:৫২, ২২ অক্টোবর ২০১৭

৩ দফা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আলটিমেটাম

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে জাতীয়করণ করা কলেজ শিক্ষকবৃন্দকে নন ক্যাডার করে তাদের চাকরি প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজে সুনির্দ্দিষ্ট করে আগামী ১৬ নবেম্বরের মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারির দাবিসহ ৩ দফা দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আলটিমেটাম দিয়েছে। আলটিমেটামে বলা হয়, আগামী ১৬ নবেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আগামী ১৭ নবেম্বর রাজধানী ঢাকায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহাসমাবেশ ডেকে কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করবে। রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে বিসিএস শিক্ষা সমিতির স্থানীয় নেতৃবৃন্দ কেন্ত্রীয় কমিটির সিদ্ধান্ত ও কর্মসূচী অনুযায়ী এই আলটিমেটাম দেন। মতবিনিময়কালে বলা হয়, জাতীয় করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া সরকারী কর্ম কমিশনের গ্রহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতীত অন্য কোন পথে কোন ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবে না এবং সম্প্রতি সরকারী করা ১২টি মডেল কলেজের শিক্ষকদেরও অনুরূপ বিধিমালার আওতায় আনতে হবে। মতবিনিময়সভায় বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল মোতালেব, অধ্যাপক নুরুল আফছার ও অধ্যাপক আমীর হোসেন।
×