ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল

প্রকাশিত: ১৯:০০, ২২ অক্টোবর ২০১৭

২দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট সচল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সচল হয়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট। দুই দিন পর রবিবার ভোর ৬টা থেকে দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঁঠালবাড়ি এই রুটের ফেরি, লঞ্চ ও স্পীড বোটে স্বাভাবিক অবস্থায় পারাপার চলছে। তবে শিমুলিয়া ঘাট এলাকায় এখনও আটকা আছে ৬ শতাধিক যান। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির সহকারী মহা ব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, ভোর ৬টা থেকে এই শিমুুলিয়ার ২ ও ৩ নং ফেরিঘাট দিয়ে সার্ভিস সচল করা হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্থ ১ নং ও ভিঅইপি ফেরি ঘাটের কাজ চলছে। আজকের মধ্যে শেষ হবে আশা করা যায়। তিনি বলেন ঘাট এলাকার দীর্ঘ যানযট দিনব্যাপী ফেরি সার্ভিস স্বভাবিক থাকলে বিকাল নাগাদ ঘাট ক্লিয়ার হয়ে যাবে। এই রুটে এখন ১৫টি ফেরি চলছে। লঞ্চ ও স্পীডবোট দিয়েও যাত্রী পার করা হচ্ছে। তিনি আরও জানান এর আগে এই নৌরুটে শনিবার ভোর থেকে প্রচন্ড ঝড়ো হাওয়া, বৃষ্টি আর তীব্র স্রোতে সকল ধরণের নৌ চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার সকাল থেকে পদ্মা উত্তাল হতে শুরু করলে বেলা পৌনে ১২ টার দিকে সম্পূর্ণ ভাবে লঞ্চ, স্পীডবোট ও ডাম্পফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬টি ফেরি দিয়ে কোন রকমে সার্ভিস সচল রাখা হয়েছিল। বিকাল থেকে বাতাস আরও বাড়তে থাকলে কখন ২/১টা ফেরি চলতে পেরেছে আবার কখনও সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে। কিন্তু শনিবার ভোর থেকে এই রুটে ফেরিসহ সকল নৌযান বন্ধ রাখতে হয়েছে। পরে শনিবার রাত থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর,এনায়েতপুরী এবং ক্যামেলিয়া নামে ৩টি ফেরি দিয়ে সীমিত আকারে পারাপার শুরু করা হয়। আজ রবিবার সকাল থেখে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সরোজিৎ কুমার ঘোষ জানান, শিমুলিয়া ঘাটে এখনও অপেক্ষা করছে শতশত যান ও হাজার হাজার যাত্রী। ঘাটে যাত্রী নিরাপত্তায় পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে পুলিশ সর্তক রয়েছে।
×