ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানে আগাম নির্বাচনে ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ১৭:৪৭, ২২ অক্টোবর ২০১৭

জাপানে আগাম নির্বাচনে ভোট গ্রহণ চলছে

অনলাইন ডেস্ক ॥ জাপানে আগাম নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে প্রধানমন্ত্রী শিনজো আবে তার জনপ্রিয়তা যাচাইয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানোর সাংবিধানিক ক্ষমতা পেতে এ উদ্যোগ নেন শিনজো আবে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত। এ নির্বাচনে যেমন আশা করা হচ্ছে, শিনজো আবে যদি তেমনই জিতে যান, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হওয়ার পথে রইবেন তিনি। এবার শিনজো আবের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন টোকিওর সদ প্রাক্তন মেয়র ইউরিকো কোইকে। তবে বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচনে শিনজো আবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (ডিআইএনএ) অনেক এগিয়ে থাকবে। সংবিধান পরিবর্তনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তার দল। নির্বাচনী প্রচারে শিনজো আবে আশা প্রকাশ করেন, তার দল টিআইএনএ দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে। এর ফলে সংবিধানের পরিবর্তনের সুযোগ পাবেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ‘আত্মরক্ষাকারী বাহিনী’ হিসেবে দায়িত্ব পালন করা নিরাপত্তা বাহিনীকে তিনি ‘জাতীয় সেনাবাহিনী’ হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন। ২৫ সেপ্টেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেন শিনজো আবে। তখন তিনি বলেছিলেন, জাপান যেসব ‘জাতীয় সংকট’ মোকাবিলা করছে, তা থেকে উত্তরণের জন্য জনতার শক্তিশালী রায় দরকার তার। সংকটের মধ্যে রয়েছে হরহামেশা উত্তর কোরিয়ার পক্ষ থেকে জাপানকে হুমকি দেওয়া। সম্প্রতি উত্তর কোরিয়া হুমকি দিয়েছে, তারা জাপানকে সাগরে ডুবিয়ে দেবে। এ ছাড়া হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিয়ংইয়ং। এ নিয়ে আতঙ্কে রয়েছে জাপান। তথ্যসূত্র : বিবিসি অনলাইন
×