ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১০, ২২ অক্টোবর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০ ১। শিশুরা সঙ্গীদের মাধ্যমে কী অর্জন করে ? (ক) টাকা পয়সা (খ) নেতৃত্ব-সহনশীলতা (গ) অনুভুতি প্রবণতা (ঘ) মেধা-প্রজ্ঞা। ২। বর্তমানে সমাজিকীকরণে সক্রিয় ভূমিকা পালন করছে কোনটি? (ক) মোবাইল (খ) উৎসব (গ) ইন্টারনেট (ঘ) ক্লাব । নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ নাছির ও সালামত একটি বিষয় নিয়ে আলোচনা করছিল। নাছির বলল,এ বিষয়টি ছাড়া কোন মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে না। তখন সালামত বলল,এ বিষয়টির দ্বারা নিজ দেশ ও সমাজ এমনকী বহির্জগত সম্পর্কে জ্ঞানার্জন করা যায়। ৩। নাছির ও সালামতের আলোচনার বিষয়টি কোন বিষয়কে নির্দেশ করে ? (ক) ভাষা (খ) অর্থ (গ) শিক্ষা (ঘ) বিনোদন । ৪। নাছির ও সালামতের আলোচনার বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো - (র) মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে (রর) সংস্কৃতির বিষয় সঞ্চারিত হয় (ররর) সহযোগিতা বৃদ্ধি পায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র ও রর । ৫। শহরের শিশুদের আচরণে পারস্পারিক সহযোগিতামূলক আচরণ গড়ে ওঠে না কেন ? (ক) পাড়া প্রতিবেশিদের জন্য (খ) আমলাতান্ত্রিক জটিলতার জন্য (গ) একক পরিবারে বেড়ে ওঠার জন্য (ঘ) খেলার বন্ধুদের জন্য। ৬। শহরের শিশুরা সাধারণত কোন পরিবেশে বেড়ে ওঠে ? (ক) একক পরিবারে (খ) যৌথ পরিবারে (গ) পিতৃতান্ত্রিক পরিবারে (ঘ) শিশু পরিবারে। ৭। গ্রামীন পরিবেশে শিশু কীভাবে বেড়ে ওঠে ? (ক) বাবা-মা’র সাথে (খ) পরিবারের সাথে (গ) আত্মীয়-স্বজনের মাঝে (ঘ) পরিবারসহ আত্মীয়-স্বজনের মাঝে। ৮। কীভাবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা গড়ে ওঠেছে? (ক) গ্রাম নিয়ে (খ) গ্রাম ও শহর নিয়ে (গ) শহর নিয়ে (ঘ) সুশীল সমাজ নিয়ে। ৯। বাংলাদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় কোন পরিবেশে ? (ক) প্রাকৃতিক পরিবেশে (খ) সামাজিক পরিবেশে (গ) গ্রামীণ পরিবেশে (ঘ) শহুরে পরিবেশে । ১০। গ্রামের মানুষের সামাজিকীকরণে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে- (র) আর্থিক প্রতিষ্ঠান (রর) সামাজিক প্রতিষ্ঠান (ররর) ধর্মীয় প্রতিষ্ঠান। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর। ১১। কোন মাধ্যমটি শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে ? (ক) অনুকরণ (খ) অনুসরণ (গ) সংস্কৃতির চর্চা (ঘ) ভাষা। ১২। গ্রামীণ পরিবেশে শিশু বেড়ে ওঠে- (র) নিজ পরিবারের মাঝে (রর) পাড়া প্রতিবেশির মাঝে (ররর) আত্মীয়-স্বজনের মাঝে। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র ও ররর ১৩। ভাষার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়- (র) নিজের দেশ সম্পর্কে (রর) নিজের সমাজ সম্পর্কে (ররর) বহির্জগত সম্পর্কে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। ভাষার মাধ্যমে কোন কাজটি করা হয় ? (ক) শিক্ষা গ্রহণ (খ) সহযোগিতা (গ) স্থানীয় সমাজ গড়ে ওঠে (ঘ) অনুমান লাভ হয়। ১৫। ব্যক্তি কীসের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে ? (ক) শিক্ষা (খ) ভাষা (গ) ভাষণ (ঘ) সংস্কৃতি । ১৬। সমাজের সুনির্দষ্ট নিয়মনীতি আয়ত্ত্ব করতে হয়- (র) সমাজের কাঙিক্ষত আচরণের জন্য (রর) ব্যক্তির সুস্থ জীবনের জন্য (ররর) ভাষার প্রতিযোগিতার জন্য। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রও ররর (গ) রর (ঘ) র,রর ও ররর । ১৭। কোন জিনিসের প্রয়োজনীয়তা মানুষ কীভাবে বুঝতে পারে ? (ক) জ্ঞান বুদ্ধি দিয়ে (খ) বড়দের পরামর্শে (গ) প্রশিক্ষণের মাধ্যমে (ঘ) বড়দের কাছ থেকে জেনে। ১৮। শিশুর জ্ঞান বুদ্ধি দিয়ে তার প্রয়োজনীয় জিনিসগুলো কাছে রাখাকে কী বলে ? (ক) অনুসরণ (খ) অনুকরণ (গ) অভিভাবন (ঘ) অঙ্গীভূতকরণ। ১৯। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ কোথায় পরিলক্ষিত হয় ? (ক) ব্যক্তি জীবনে (খ) পারিবারিক জীবনে (গ) সমাজ জীবনে (ঘ) রাষ্ট্র জীবনে। ২০। ব্যাপকভাবে বলতে গেলে স্থানীয় সমাজ হলো- (র) একই অঞ্চলে বসবাসকারী জনসমষ্টি (রর) ভাষা, ধর্ম ও আচরণ একই রকম (ররর) প্রাচত্য সংস্কৃতির প্রভাব। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর । উত্তর ঃ ১(খ), ২(গ), ৩(ক), ৪(ঘ), ৫(গ), ৬(ক), ৭(ঘ), ৮(খ), ৯(গ), ১০(গ), ১১(ঘ), ১২(ঘ), ১৩(ঘ), ১৪(ক), ১৫(খ), ১৬(ক), ১৭(ক), ১৮(ঘ), ১৯(গ), ২০(খ)।
×