ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভেন্যুর প্রশংসায় এএইচএফের প্রধান নির্বাহী

প্রকাশিত: ০৬:০৪, ২২ অক্টোবর ২০১৭

ভেন্যুর প্রশংসায় এএইচএফের প্রধান নির্বাহী

স্পোর্টস রিপোর্টার ॥ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজই শেষ হয়ে যাচ্ছে এশিয়া কাপ হকির দশম আসরের খেলা। গত ১১ নবেম্বর থেকে শুরু হওয়া এই আসর এবং টুর্নামেন্টের আয়োজন ও ভেন্যু নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম। শনিবার তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ হকি ফেডারেশনকে এত সুন্দর আয়োজনের জন্য। টুর্নামেন্ট শুরুর আগে আমাকে ও ফেডারেশনের অনেককেই আয়োজন নিয়ে নানা প্রশ্ন করা হয়েছিল। সব শঙ্কা ও সংশয় দূর করে টুর্নামেন্ট এখন সফল সমাপ্তির দিকে। আজ রবিবার টুর্নামেন্টের ফাইনাল।’ মওলানা ভাসানী স্টেডিয়াম ভেন্যু হিসেবে কেমন? ‘এটি অত্যন্ত ভাল ভেন্যু। আন্তর্জাতিক পর্যায়ে পেশাদার ভেন্যুর তালিকায় অন্যতম এই ভেন্যুটি।
×