ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থিসারার নেতৃত্বে পাকিস্তান যাবে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:০৩, ২২ অক্টোবর ২০১৭

থিসারার নেতৃত্বে পাকিস্তান যাবে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ পর্যন্ত অধিকাংশ তারকা ক্রিকেটারকে ছাড়াই টি২০ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি আরব আমিরাতে ও শেষটি হবে পাকিস্তানের লাহোরে। ৪০ ক্রিকেটার পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়ে লঙ্কান বোর্ডকে (এসএলসি) চিঠি দিলে জটিলতা তৈরি হয়। এসএলসি জানিয়ে দেয় যারা লাহোরে যেতে রাজি হবেন না তারা পুরো সিরিজ থেকেই বাদ পড়বেন। হয়েছেও তাই। টি২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার থিসারা পেরেরা। নিয়মিত অধিনায়ক উপুল থারাঙ্গা আগেই নিজেকে সরিয়ে নেন। বাদ পড়েছেন লাসিথ মালিঙ্গা আর কুশল পেরেরা। নতুনদের নিয়ে সিরিজটা তাই লঙ্কানদের জন্য আরও একটি পরীক্ষা। ২-০তে টেস্ট জিতলেও টানা চার ওয়ানডেতে হেরে কোণঠাসা তারা। বৃহস্পতি ও শুক্রবার আবুধাবীতে প্রথম দুই টি২০। আর লাহোরে বহুল আলোচিত শেষ ম্যাচ ২৯ অক্টোবর। লঙ্কান বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করা হয় যে, পাকিস্তানে মাত্র ২৪ ঘণ্টার সফর যথেষ্ট নিরাপদ। থিসারা কিছুদিন আগেই তামিম-আমলা-ডুপ্লেসিসদের সঙ্গে বিশ্ব একাদশের হয়ে লাহোরে তিনটি টি২০ খেলে এসেছেন। মালিঙ্গা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে শুধু আবুধাবীর ম্যাচ খেলতে চেয়ে চিঠি দিয়েছিলেন। তাকেও বাইরে রাখা হয়েছে। দিনেশ চান্দিমালও নেই এই সিরিজের স্কোয়াডে। কুশল পেরেরা ফিটনেস প্রমাণ করতে না পারায় বাদ পড়েছেন। ২০০৯ সালে এই লাহোরেই শ্রীলঙ্কান টিম বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপর জিম্বাবুইয়ে ছাড়া আর বড় কোন দেশ পাকিস্তান সফরে যায়নি। শ্রীলঙ্কা টি২০ দল ॥ থিসারা পেরেরা (অধিনায়ক), দিলশান মুনাবেরা, দানুসকা গুনাথিলাকা, সাদিরা সামারবিক্রমে, আশান প্রিয়াঞ্জন, মাহেলা উদয়াত্তে, দাসুন শানাকা, শচীন পাথিরানা, ভিকুম সঞ্জয়া, লাহিরু গামাগে, সেকুগে প্রসন্ন, বিশ্ব ফার্নান্দো, ইসুরু“উদানা, জেফরি ভ্যান্ডার্সে এবং চতুরঙ্গ ডি সিলভা।
×