ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে এবার কিউইদের স্পিন পরীক্ষা

প্রকাশিত: ০৬:০২, ২২ অক্টোবর ২০১৭

ভারতে এবার কিউইদের স্পিন পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতে স্বাগতিক স্পিনারদের মোকাবেলা কতটা কঠিন ক’দিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে। এবার কিউইরা কঠিন সেই চ্যালেঞ্জের মুখে। তিন ওয়ানডে ও সমান ম্যাচের টি২০ খেলতে ভারতে কেন উইলিয়ামসনের দল। মুম্বাইয়ে আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় ওয়ানডে দিয়ে শুরু ময়দানী লড়াই। দ্বৈরথটা মূলত ভারতীয় স্পিন ‘বনাম’ কিউই ব্যাটসম্যানদের। এটা মেনে নিয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন অতিথি সেনাপতি উইলিয়ামসন। শ্রীলঙ্কা সফর হয়ে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া দুই তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাকে বিশ্রামে রেখেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ভারত। আগমনেই বিরাট কোহলির তুরুপের তাস হয়ে উঠেছেন তিন নবীন স্পিনার কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল আর অক্ষর প্যাটেল। আর প্রতিপক্ষ পেসার ট্রেন্ট বোল্টকেই বেশি সমীহ করছেন ওয়ানডে ইতিহাসের দু’দুটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। সফরকারী অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘এখানে আমাদের বেশি নজর থাকবে স্পিনের ওপর। পেসারদের চেয়ে আমরা স্পিন এবং রান করার পথ হিসেবে গ্যাপ শট ও বাউন্ডারির ওপরই বেশি নজর দিতে চাই। কুলদীপ এবং চাহালের সাম্প্রতিক পারফর্মেন্সের বিষয়টি আমাদের বিশেষ নজরে রয়েছে।’ গত মার্চে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে চার উইকেট শিকার করে অতি দ্রুত বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে চিনিয়েছেন ২২ বছর বয়সী কুলদীপ। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকাও রেখেছেন তিনি। কলকাতার ইডেন গার্ডেনসে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাট্রিকও করেছেন তরুণ এ চায়নাম্যান স্পিনার। কুলদীপকে যথার্থ সহযোগিতা দিচ্ছেন ২৭ বছর বয়সী চাহাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন এ স্পিনার। উইলিয়ামসন বলেন, ‘আমরা বেশ ভাল করেই জানি যে, কুলদীপ ও চাহাল যথেষ্ট মানসম্পন্ন বোলার এবং পূর্বের সিরিজগুলোতে খুবই ভাল করেছে।’ ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে অতিথি ব্যাটসম্যান টম লাথাম। মুম্বাইয়ে ভারতীয় বোর্ড একাদশের বিপক্ষে কিউইদের ৩৩ রানে জয় পাওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঝড়োগতিতে ১০৮ রান করেন তিনি। অনুশীলন ম্যাচে ইনজুরিতে পড়ায় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয়া টড এ্যাস্টলের পরিবর্তে লেগ স্পিনার ইশ সোধিকে দলভুক্ত করেছে বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড। যে কোন কন্ডিশনে ট্রেন্ট বোল্ট ভয়ঙ্কর বলে মনে করেন ভারত সহ-অধিনায়ক রোহিত শর্মা, ‘বাঁহাতি পেসারের বিরুদ্ধে ভাল ব্যাট করা ব্যাটসম্যানদের কাছে সবসময়ই বড় চ্যালেঞ্জ। বোল্টই ওদের এক নম্বর বাঁহাতি পেসার। তাই ওকে সামলানো আমাদের বড় পরীক্ষা।’ গত বছর ভারত সফরে এসে ১১ ইনিংসে ১৭ উইকেট নিয়েছিলেন বোল্ট। রোহিত আরও বলেন, ‘আগেরবার ওরা প্রায় একই সময়ে এসেছিল প্রায় একই দল নিয়ে। তাই ওদের কৌশল, খেলার ধরন মোটামুটি জানা। গতবার ওদের যেভাবে সামলেছিলাম, এবারও সেভাবেই সামলাব। রণকৌশলে খুব একটা বদল হবে বলে মনে হয় না। শুধু অস্ট্রেলিয়া সিরিজের ছন্দটা রাখতে হবে’। প্রসঙ্গত গতবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২-এ ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। এবার নিজের দায়িত্ব নিয়ে রোহিত বলেন, ‘ভাল ব্যাটিং করার পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে ক্যাপ্টেনকে সাহায্য করাটা এবার আমার বাড়তি দায়িত্ব। তবে এরজন্য আমার মধ্যে তেমন বদল দেখতে পাবেন বলে মনে হয় না। রানের খিদেটা একই থাকবে।’ কোহলি, রোহিত, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, দীনেশ কার্তিক, মানীষ পান্ডে, হারদিক পান্ডিয়াদের নিয়ে ভারতের ব্যাটিং লাইন ভয়ঙ্কর। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা ভারত দুই স্পিনারের সঙ্গে দুই পেসার জসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমারকে নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। গত বছর তিন টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করা কোহলিরা এই সিরিজে সফরকারীদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে আবার দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করবে। ১৯৭৫-২০১৬ পর্যন্ত মুখোমুখি ৯৮ ওয়ানডের ৪৯টিতে জয় ভারতের, নিউজিল্যান্ড ৪৩। টাই ১ ও পরিত্যক্ত হয় ৫টি ম্যাচ। গত বছর অক্টোবরে বিশাখাপত্তমে শেষ লড়াইয়ে ১৯০ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছিল কোহলির ভারত। ওই সিরিজে সিরিজ সেরা হয়েছিলেন লেগস্পিনার অমিত মিশ্র। এবার কিউইদের জন্য হুমকি চায়নাম্যান কুলদীপ, আর লেগি চাহাল। প্রতিপক্ষ অধিনায়ক উইলিয়ামসনের পাশাপাশি কোচ মাইক হেসনও সেটি স্বীকার করেছেন।
×